1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শোকবইর শোককথা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

শোকবইর শোককথা

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩০৩ Time View

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শোক প্রকাশ করা হয়েছে।
মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে খোলা শোক বইয়ে আয়ুব বখত জগলুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও পৌরসভার শাসনামল নিয়ে মন্তব্য করেছেন অনেকেই।
শোক বইয়ে মন্তব্য করেছেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেগুপ্ত, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা জাপার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বকতুল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, বিয়ানী বাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন সুহেল, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আনম অহিদ কনা মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কানন বন্ধু রায়, জেলা প্রাথমিক সরকারি শিক্ষক সমিতির আহবায়ক হারুন রশিদ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ হেলাল, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. ছায়াদুর রহমান, পৌর কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, জেলা ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি জাহির আলী খান, জেলা কর্মজীবী লীগের সভাপতি সাহীন মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া, নতুন পাড়ার বাসিন্দা হিল্লোল রায়সহ আরও অনেকেই শোক বইয়ে মন্তব্য লিখেছেন।
শোক বইয়ে ড. জয়া সেনগুপ্তা লিখেছেন,‘সন্তানতূল্য পৌর মেয়র জগলুলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পরম করুণাময় তার বিদেহী আত্মাকে শান্তি দিন, সর্বান্তকরণে এই কামনা করি।’
জেলা জাপার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ বলেন,‘আমার প্রিয় বন্ধু সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মনোয়ার বখত নেক এর ছোট ভাই আমার প্রিয় ছোট ভাই সকলের প্রিয় পৌর পিতা জগলুলের অকাল মৃত্যুতে আমি, আমার পরিবার ও আমার দল গভীরভাবে শোকাহত।’
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী লিখেছেন, ‘জননন্দিত মেয়র আয়ুব বখত জগলুল ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এ ধরনের শোক আমাদের কারো কাম্য ছিল না। রাজনৈতিক জীবনে জগলু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুল রহমান লিখেছেন,‘ভাটী বাংলার সিংহ পুরুষ ও গণমানুষের নেতা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসের মানুষ জগলুল ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর লিখেছেন,‘ সুনামগঞ্জবাসীর প্রিয় মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রিয় সৈনিক জননেতা আয়ুব বখত জগলুল ভাইয়ের অকাল মৃত্যুতে সুনামগঞ্জ হারাল একজন সৎ, ত্যাগী জনবান্ধব প্রিয় নেতাকে। আশা করি তার রেখে যাওয়া কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করলে তার আত্মা শান্তি পাবে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন সুহেল লিখেছেন, ‘মেয়র মহোদয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।’
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস লিখেছেন,‘আয়ুব বখত জগলু ছিল আমার রাজনীতি জীবনের সাথী ও বন্ধু। প্রায় ২৪ বছর একসাথে রাজনীতি করেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে না ফেরার দেশে।’
পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন লিখেছেন,‘পৌর মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। তার মৃত্যুতে সুনামগঞ্জবাসী একজন রাজনৈতিক বটবৃক্ষকে হারাল।’
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার লিখেছেন,‘ পৌর মেয়র আয়ুব বখত জগলুল ছাত্র লীগ, যুবলীগ ও আওয়ামী লীগে যে অবদান রেখে গেছেন তা আগামী প্রজন্ম আদর্শ হিসেবে বুকে ধারণ করে লালন করে আগামী দিনে নেতৃত্ব দিবে।’
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া লিখেছেন,‘ সুনামগঞ্জ শহরবাসীর প্রাণ প্রিয় মেয়র আয়ুব বখত জগলুলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল লিখেছেন,‘ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুতে সুনামগঞ্জবাসী হারিয়েছে একজন দক্ষ সংগঠককে।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা লিখেছেন,‘ অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার এই সংগ্রামী নেতা বাকপটু ছিলেন না। কথার মারপ্যাচে ভন্ডামী আর মিষ্টি কথায় সস্তা জনপ্রিয়তায় তিনি বিশ্বাসী ছিলেন না। টেকসই উন্নয়নের মাধ্যমে সুনামগঞ্জ পৌরশহরে তিনি যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন।’
নতুন পাড়ার বাসিন্দা হিল্লোল রায় লিখেছেন,‘প্রগতিশীল, উদারপন্থী ও অসাম্প্রদায়িক রাজনীতির ধারক-বাহক জননন্দিত মেয়র আয়ুব বখত জগলুল ভাইয়ের অকাল প্রয়াণে আওয়ামী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের পতন কোনভাবেই পূরনীয় নয়।’
আফতারুল ইসলাম নামের একজন লিখেছেন,‘পৌরসভার উন্নয়নে সৎ ও দক্ষ একজন নেতাকে অকালে হারালাম আমরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com