জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়াল দায়িত্বে ছিলেন।
এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনের বিরুদ্ধে গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।
মামলার পর ওইদিন রাতেই রাজধানীর উত্তরার বাসা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুত্র-মানব জমিন