জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষ্মীপুর সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঁঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
২৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জের দোয়ারাবাজার লক্ষ্মীপুর সীমান্তে ভাঙ্গারপাড় নামক স্থান দিয়ে রাত ১টার দিকে শরিফুল ইসলামসহ ১০ থেকে ১২ জন বাংলাদেশি গরু চোরাচালানের উদ্দেশে ভারতের অভ্যন্তরে অবৈধ পথে গরু আনতে যায়। এ সময় বিএসএফ টহল দল বাঁধা দিলে তারা বিএসএফ টহল দলের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। বিএসএফ তখন ৪ থেকে ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিএসএফ টহল দল ৩ থেলে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিএসএফের গুলিতে মো. শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্যরা তখন তাকে বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এই ঘটনার প্রেক্ষিতে পতাকা বৈঠক ও জোরালোভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশি নিহত হওয়ার পরে এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
সূত্র খবরের কাগজ