1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যে পাপের কারণে আসমানি আজাব বৃদ্ধি পায় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা আসিফ, মাহফুজের সঙ্গে খলিলুরের অব্যাহতি চাইল বিএনপি জগন্নাথপুরে নাশকতা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সার্কেল ২৫ ওয়েলফেয়ার আসোসিয়েশন ইউ-কের নির্বাচন সম্পন্ন আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষনা করলেন ইশরাক ‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত রিট খারিজ, মেয়র পদে শপথ নিতে বাধা নেই কিছু ইবাদত হোক নীরবে-নিভৃতে চিত্রনায়ক আমিন খানের হাত থেকে লাখ টাকার চেক নিলেন জগন্নাথপুরের খালেদা বেগম শাহানারা নাসের লুটন কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত

যে পাপের কারণে আসমানি আজাব বৃদ্ধি পায়

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামের দৃষ্টিতে যেসব পাপকে জঘন্যতম বিবেচনা করা হয়, তার মধ্যে অন্যতম হলো বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক। এটি মানুষের চরিত্র হরণ করে, বংশের পবিত্রতা নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতে বিভিন্ন কঠিন শাস্তির উপযুক্ত করে দেয়।

এ জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে এ কাজ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।

’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩২)

 

এটি এতটাই জঘন্য কাজ যে নবীজি (সা.) এই কাজকে ঈমানের সঙ্গে সাংঘর্ষিক কাজ হিসেবে চিহ্নিত করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকাবস্থায় মুমিন থাকে না…। (মুসলিম, হাদিস : ১০৬)

নাউজুবিল্লাহ, যদি সেই অবস্থায় কারো মৃত্যু চলে আসে, তাহলে তার দুনিয়া ও আখিরাতের কী পরিণতি হবে তা ভাবা উচিত। কেউই জানে না তার মৃত্যু কখন হবে, যদি এ রকম কাজে লিপ্ত অবস্থায় মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়, এর জন্য দুর্ভাগ্য আর কিছুই থাকতে পারে না।

কারণ যেসব পাপ আল্লাহকে অধিক ক্রোধান্বিত করে, বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক তার অন্যতম। আবদুল্লাহ (রা.) বলেন, আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বলেন, …তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। (নাসায়ি, হাদিস : ৪০১৩) 

সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বেড়ে গেলে গোটা সমাজের ওপর আসমানি আজাব নেমে আসে। সামগ্রিকভাবে সবাইকে এর কুফল ভোগ করতে হয়।

আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই উম্মতের শেষ পর্যায়ে ভূমিধস, শারীরিক অবয়ব বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি নিপতিত হবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদের মধ্যে সেলাক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বলেন, হ্যাঁ, যখন ঘৃণ্য পাপাচারের প্রকাশ ও ব্যাপক প্রসার ঘটবে। (তিরমিজি, হাদিস : ২১৮৫)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com