1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিদ্যুৎ কর্মকর্তাদের দায়িত্বহীনতা জগন্নাথপুরে বিদ্যুতের ভোগান্তি চলছেই.... - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জে বিএনপির তিন প্রার্থী বহিষ্কার সৃষ্টিজগতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুচ্ছ ভর্তি: তিন ইউনিটে শাবি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৯ হাজার ভর্তিচ্ছুক ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাগ সংবরণে নবীজির পরামর্শ মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত শংকর রায় জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ

বিদ্যুৎ কর্মকর্তাদের দায়িত্বহীনতা জগন্নাথপুরে বিদ্যুতের ভোগান্তি চলছেই….

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
  • ২১৪ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোডশেডিং চলছে। আজ শুক্রবার সকাল সাত টানা থেকে বিকেল ৪টা টানা ৯ ঘন্টা যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তারপর একঘন্টা বিদ্যুৎ থাকলেও আবার চলে যায়। এছাড়াও গত দুদিন ধরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং ও ভেলকিবাজিতে গ্রাহকরা অতীষ্ঠ হয়ে পড়েন। গ্রাহকরা জানান, গত কয়েকদিন ধরে জগন্নাথপুর উপজেলা জুড়ে অসহ্য বিদ্যুৎ বিভ্রান্ত চলছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিদ্যুতের আসা যাওয়ার পালা চলছিল। প্রায় ১৫/২০ বার বিদ্যুতের লোড শেডিং চলে। আজ শুক্রবার সকাল থেকে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে।
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র বার্তা কক্ষে গ্রাহকরা ফোন দিয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। শাহিনুর মাহমুদ নামে এক গ্রাহক মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাঁরা সদুত্তর দিতে পারেনি। গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ চলে গেলেই জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এমনকি টেলিফোন সেটটিও দায়িত্বরত কর্মচারীরা তুলে রাখেন,যাতে করে গ্রাহকরা কোন খবর জানতে পারেন না। বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের খামখেয়ালীপনায় গ্রাহকরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ১০ হাজারেও বেশী গ্রাহক রয়েছেন। গ্রাহকদের সুবিধার্থে বৈদ্যতিক সাবষ্ট্রেশন নির্মাণ করা হয়েছে। মানউন্নীত করা হয়েছে উপজেলা বিদ্যুৎ প্রকৌশল বিভাগকে। দায়িত্ব দেয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা। কিন্তুু তারপরও বিদ্যুতের ভেলকিবাজি চলছেই। উন্নত হচ্ছেনা গ্রাহক সেবার মান। জগন্নাথপুরে বিদ্যুৎ প্রকৌশল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট বার বার মুঠোফোনে যোগাযোগ করলেও বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদত্তর পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেটের মুল লাইনে ত্রুটি দেখা দেয়ায় দুদিন ধরে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার সঠিকভাবে দায়িত্ব পালন না করে দায়সারাভাবে দাপ্তরিক কাজ করছেন। ফলে বিদ্যুতের নানা সমস্যা দিনদিন প্রকট হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com