স্টার রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর অভিযানে দেশীয় পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরের মৃত কনাই মিয়া ছেলে শাহজাদ মিয়া (২৪) ও লুদুরপুর এলাকার মৃত আলকাব আলীর ছেলে আকমল হোসেন (৩২)।
থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে র্যাব-৯ এর একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিত্বে পৌরএলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী বিএনপি নেতা আকমল হোসেন ও শাহজাদ মিয়াকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। আকমল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, র্যাবের হাতে পাইপগানসহ গ্রেফতারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে ভোররাতে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে তাদের কে আমরা কারাগারে পাঠিয়েছি।
Leave a Reply