স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সৈয়দপুর বাজারে সরকারী আইন অমান্য করায় সাত ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত
এই জরিমানা করেন।
নিয়মিত বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সৈয়দপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানের সময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকানঘর খোলা রেখে লোকসমাগমন সৃষ্টি করায় বাজারের সাত ব্যবসায়ীকে ছয় হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বাজারে সৃষ্ট জনসমাগম প্রতিরোধে ও সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্হ্যবিধি মেনে চলাফেরা করতে হ্যান্ড মাইকে প্রচারনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply