1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আনন্দে মাতোয়ারা ছিটমহলবাসী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ

আনন্দে মাতোয়ারা ছিটমহলবাসী

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৪৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতীয় মন্ত্রিসভা বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সংবিধান সংশোধন প্রস্তাবে সায় দেওয়ায় আনন্দে মেতে উঠেছে পঞ্চগড়ে অবস্থিত ছিটমহলগুলোর বাসিন্দারা।মঙ্গলবার দুপুরে খবরটি শোনার পরপরই তারা মিষ্টি বিতরণ করে।
স্থানীয়রা জানান, দুপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে এ খবর প্রচারের পর ছিটমহলের বাসিন্দারা আনন্দে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ও কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে।পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত ভারতীয় পুটিমারী ছিটমহলে দুপুরে গিয়ে দেখা যায়, কাজকর্ম ফেলে নানা বয়সী নারী-পুরুষ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ছিটমহল অফিসের সামনে জড়ো হয়।একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মহাসড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনকেও তারা মিষ্টি খাওয়ায়।এ সময় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলা সভাপতি মফিজার রহমান, পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মফিজার রহমান বলেন, “একটি দেশের নাগরিকত্বের পরিচয় পাবার অধিকার অর্জনে আমরা কয়েক যুগ ধরে অনিশ্চিত ও অমানবিক জীবনযাপন করছি। এ অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সম্ভাবনায় সবাই আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।”
পঞ্চগড়ে অবস্থিত ৩৬টি ছিটমহলেই এমন আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে বলে জানান তিনি।গারাতি ছিটমহলের বৃদ্ধ কেরামত আলী (৭০) আবেগজজড়িত কণ্ঠে বলেন, “বাংলাদেশের নাগরিক হয়ে মৃত্যুবরণ করলে আমার আর কোনো দুঃখ-কষ্ট থাকবে না। অন্তত কেউ তো বলতে পারবে না ওর কোন দেশ নাই।”
শালবাড়ি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “আমরা যেন নতুন জীবন পাচ্ছি। দীর্ঘদিনের কষ্ট-লাঞ্ছনার বোধ হয় এবার অবসান ঘটতে যাচ্ছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com