স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যগে নলজুর নদীতে পোনা মাছ অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস,জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান,দিরাই উপজেলা মৎস্য কর্মকর্তা শরিকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া,উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, এক লাখ টাকা বরাদ্দে বিভিন্ন জাতের ২৭৭ কেজি পোনা মাছ নলজুর নদীতে অবমুক্ত করা।
Leave a Reply