অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন পৌরএলাকা। ডুবেছে পাড়া মহল্লার রাস্তা-ঘাট।
আজ মঙ্গলবার সকালের দিকে পানি বাড়লেও বিকেলের দিকে অপরিবর্তিত রয়েছে স্থানীয়রা জানিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরশহরের বাড়ী জগন্নাথপুর, দিঘীরপাড়, সিএ মার্কেট, কাছিরপাড়, আলখানাপাড়া, ইকড়ছই হাসনাবাদ, হবিবনগর, ড়বেরপারসব বিভিন্ন পৌরএলাকায় লোকজন পানি বন্দি হয়ে পড়েছেন। এসব এলাকার অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিঋে গেছে। চরম দুর্ভোগ পড়েছেন লোকজন।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন পৌরলাকায় বন্যা কবলিত হয়েছে। আজও পানি বেড়েছে। মানুষের দুর্ভোগও বেড়েছে। আমরা সার্বিক পরিস্থিতি খোঁজ খবর রাখছি.
Leave a Reply