1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

কামরুল ইসলাম মাহি::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর উৎসব শুধু তালামীযের কর্মীদের একা নয়। প্রত্যাক নবী প্রেমিক মুসলমানদের। এটা সব নবী প্রেমিকদের পালন করতে হবে। ঈদে মিলাদুন্নবী (স.) যুগে যুগে পালিত হয়ে আসছে। এটা নতুন নয়।

রবিবার সকালে ১০ ঘটিকায় সমাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর (পশ্চিম- পৃর্ব) উপজেলার শাখার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র্যালীর পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা তালামীযের সভাপতি (পশ্চিম) হাফিজ জালাল উদ্দীন ও (পৃর্ব) নাছির উদ্দীনের যৌথ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (পশ্চিম) জাবের হোসেন ও (পূর্ব) ছালেহ আহমদ ছালিক’র যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দীন।প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ই্সলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম ফারুকী, সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দীন, সুনামগঞ্জ জেলা তালামীয সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাবেক সহ-সভাপতি নুর উদ্দীন, বর্তমান সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দীন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আজমল হোসেন জামি, সাধারণ সম্পাদক মহি উদ্দীন এমরান, ইয়াকুবিয়া হিফজুল কোরান বোর্ড জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নুরুল হক, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ।

এসময় অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন তালামীযের সভাপতি মুহা.ফারুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় হাতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন। তাতে খচিত রাসূলের প্রশংসায় লিখিত কালজয়ী কবিতার পংক্তি। মাথায় সবুজ পাগড়ি। এগিয়ে চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর র্যালি। মাইকে বাজছে শিল্পীদের দরদমাখা কণ্ঠে নাত। ‘তালায়াল বাদরু আলাইনা, মিনছানি ইয়াতিল বিদায়ি’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী’ ‘মারহাবা মারহাবা বলে উঠলো পৃথিবী, ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী’। মুখে মুখে উচ্চারিত এসব গজলের সুরে মুখরিত জগন্নাথপুরের প্রত্যাক অলি-গলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com