1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রয়াত শিক্ষিকার শোকাহত শশুরবাড়ির পরিবারের সঙ্গে শিক্ষক সমিতির নেতৃবৃন্দর সাক্ষাত

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন সাধীপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রাণী বৈদ্যের মৃত্যুতে তার শশুরবাড়ি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামে প্রয়াত জগন্নাথপুর উপহজলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার শোকাহত পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাত করে শোক ও সমবেদনা প্রকাশ । এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষিকা বিউটি রাণী বৈদ্যের শশুর বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, মোঃ আলমগীর হোসেন সভাপতি সহঃশিঃ সমিতি (সহঃশিঃ ভবানীপুর সঃপ্রাঃবিঃ),মোঃ নুরুল হক সাধারণ সম্পাদক (সহঃশিঃ হবিবপুর), বিজয় কৃষ্ণ দাশ সিঃসহ সভাপতি (সহঃশিঃহিজলা সঃপ্রাঃবিঃ),আজিজুল হক সহ সভাপতি ( সহ শিঃ শাহারপাড়া সঃপ্রাঃবিঃ),শাহজাহান সিরাজ সিঃযুগ্ম সাধারণ সম্পাদক (সহঃশিঃ মিনাজপুর),গণেশ চক্রবর্তী সিঃসদস্য (সহঃশিঃ জগন্নাথপুর মডেল স্কুল),আতাউর রহমান অর্থ সম্পাদক (সহঃশিঃ উঃসৈয়দপুর), মোঃরুহুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক (সহঃশিঃগণেশ্বরপুর সপ্রবি), উত্তম কুমার দেব নাথ সদস্য (সহঃশিঃ পরমাপতিপুর), শহিদুর রহমান উজ্জ্বল দপ্তর সম্পাদক (সহঃশিঃ শ্রীধরপাশা), রাজন সুত্রধর সহ শিঃ সাধীপুর সপ্রাবি প্রমুখ ।
প্রসঙ্গত সহ: শি: বিউটি রাণী বৈদ্যে গত ০৬ অক্টোবর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
প্রেসবিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com