1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শতবর্ষ অনুষ্ঠানে যারা থাকছেন

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

জগন্নাথপুরের প্রাচীনতম প্রথম বিদ্যাপীট পাইলগাঁও ইউনিয়েেনর বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।

কাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।এতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহরিয়ার, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর দৌহিত্র ডা. কুমার কান্তি দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর দৌহিত্র বিশিষ্ট বিজ্ঞানী ড. অপর্না বসু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, আইসিএস এর অবসরপ্রাপ্ত অফিসার দীপংকর বুস, প্রয়াত ব্রজেন্দ্র নায়ারাণ চৌধুরী দৌহিত্র কেমিকেল ইঞ্জিনিয়ার প্রতাপ নারায়ন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, শুক্লা চৌধুরী, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী দৌহিত্রী অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী, টাইমস অব ইন্ডিয়া’র সাংবাদিক আশিস চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রয়াত ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্রী নগর পরিকল্পনাবিদ মিতালী চৌধুরীসহ আরো অনেক নেতৃবৃন্দ থাকবেন। রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনি জটিলতা নিরসরে পর এলাকাবাসির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করঝে। আমরা শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com