স্টাফ রিপোর্টার:: সরকারী কোষাগার থেকে বেতন ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার কর্মবিরতি পালন করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক কর্মবিরতি চলবে। কর্মবিরতি চলাকালে পৌর সচিব ও জগন্নাথপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর প্রকৌশলী সতীশ গোস্বামরি পরিচালনায়েএক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন,
পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া, কর আদায়কারী রশিদ আলী,বাজার শাখা বিমল বণিক, পৌর কর্মচারী আব্দুস সালাম, পিপলু চন্দ্র সরকার, রনজিৎ শীল, রুবি দেব, পুলক রায়, রফিক মিয়া,কমলা শর্মা, আইনুল হক প্রমুখ
(কর্মবিরতিতে বন্ধ পৌরসভার সকল প্রশাসনিক কক্ষ)
সভায় বক্তারা অবিলম্বে সরকারের নিকট পৌর কর্মচারীদের বেতন ভাতা পেনশনসহ অন্যান্য সুবিধা সরকারি গোষাগার থেকে প্রদানের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
Leave a Reply