1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলে নিহত, আহত ৬ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:

দিরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলে নিহত, আহত ৬

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ১৯০ Time View

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ভাসমান পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আবদুল হান্নান (রাষ্টমিয়া) প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি নৌকা করে সেচনি গ্রামের রাষ্ট মিয়াসহ ৭ জন জেলে ভাসমান পানিতে মাছ ধরতে বছার হাওরে যান। রাত সাড়ে ১০টার দিকে পাশ্ববর্তী খাগাউড়া গ্রামের লোকজন জেলেদের উপর হামলা চালায়। এতে জেলেদের নৌকায় থাকা ৭ জনই গুরুতর আহত হন। পরে সেচনী গ্রামের মানুষ খবর পেয়ে ঘঁটনাস্থলে গিয়ে আহত ৬জনকে উদ্ধার করেন। তবে রাষ্ট মিয়া নিখোঁজ হন।
শনিবার বিকাল তিনটার দিকে বছার হাওরে নিখোঁজ রাষ্ট মিয়ার লাশ ভেসে উঠে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ বছরার হাওর থেকে লাশ উদ্ধার করে।
সেচনি গ্রামের ইয়াছিন মিয়া জানান, আমাদের গ্রামের জেলেরা হাওরে মাছ ধরতে ছিলো, রাত সাড়ে ১০টার দিকে খাগাউড়া গ্রামের লিটন দাস, রনদাস, শৈলেন তালুকদার, নিখিল তালুকদার, গুরধন, বাবুল মেম্বার, শিতন তালুকদার, অভিরাম তালুকদারের নেতৃত্বে দুটি নৌকায় ৪০/৫০জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সবাই আহত হয়। পরে গ্রামবাসী সেখানে গিয়ে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে। রাষ্ট্র মিয়াকে তারা ধরে নিয়ে যায়। পরে শনিবার বিকালে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এদিকে শুক্রবার রাতেই গুরুতর আহত শাহেদ মিয়া (২৬), আসাদ মিয়া (২২), ওদুদ মিয়া (১৯), দুলাল মিয়া (৩০), আল-আমিন (২৫) ও বনি আমিন (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান বলেন, ঘটনাস্থল দিরাই উপজেলার সীমান্ত এলাকা জামালগঞ্জ উপজেলাধীন হওয়ায় লাশ জামালগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য খাগাউড়া গ্রামের ভুপতি তালুকদার, সুজন তালুকদার, নিখিল তালুকদার ও যোগেশ তালুকদারসহ ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি জামালগঞ্জ থানার সীমানায় সংঘটিত হয়েছে তাই মামলা জামালগঞ্জ থানায় হবে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, লাশ জামালগঞ্জ থানার হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ সুনামগঞ্জ পাঠানো হবে, জামালগঞ্জ থানায় মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com