1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
দিরাই শাল্লায় নারী ভোটাররা সরব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

দিরাই শাল্লায় নারী ভোটাররা সরব

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ২০৭ Time View

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে নারী ভোটাররা এবার অপেক্ষাকৃত সরব। নারী ভোটাররা বলছেন ‘ইবার পয়লা বেটি (মহিলা) আইছইন-আমরা বেটিরে সম্মান দিমু’। জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে এবারই প্রথম আওয়ামী লীগের নারী প্রার্থী হয়েছেন। বিশেষ করে হাওর-বাওর অধ্যুষিত সুনামগঞ্জের কোন নির্বাচনী এলাকায় এর আগে কখনো নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত জাপা নেতা মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী’র মৃত্যুর পর সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে ২০০১’এর জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত বেগম মমতাজ ইকবাল। এর আগে কোন নারী প্রার্থী সুনামগঞ্জের কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর হাওর-বাওর অধ্যুষিত দিরাই-শাল্লায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর স্ত্রী ড. জয়া সেন গুপ্তাকে। ড. জয়া সেন গুপ্তা প্রত্যন্ত হাওর এলাকায় নারী ও পুরুষ কর্মীসহ প্রতিদিনই কোন না কোন জনপদে যাচ্ছেন গণসংযোগে। নারী প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকার নারীদের মধ্যেও তাঁকে নিয়ে উৎসাহ তুলনামূলকভাবে অন্য জাতীয় নির্বাচনের চেয়ে বেশি।
দিরাই পৌরসভার কাউন্সিলার মোছাম্মৎ হেলেনা বেগম বলেন,‘এই নির্বাচনে মহিলাদের আগ্রহ বাবু’র (প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত) নির্বাচনের চেয়ে বেশি। মহিলারা তাকে দেখার জন্য পথে পথে দাঁড়িয়ে থাকে। আনোয়ারপুরের বাসভবনেও সব সময় নারীদের ভীড় থাকে।’ একই মন্তব্য করলেন দিরাই পৌরসভার কাউন্সিলর মোছাম্মৎ খুশনামা।
দিরাই পৌরসভা আদর্শ বিদ্যালয়ের শিক্ষিকা দীপালি দাস বলেন,‘আমি ড. জয়া সেন গুপ্তার সঙ্গে কয়েকটি স্থানে গণসংযোগে গিয়েছি। উপজেলার গইচ্ছা গ্রামে তাঁর সঙ্গে গিয়েছিলাম, দুই পাশে শত শত মহিলা দাঁড়িয়ে ছিলেন তাঁকে দেখতে। একই অবস্থা রাজানগর এলাকায়ও দেখেছি। সভা-সমাবেশেও মহিলাদের উপস্থিতি অন্য যে কোন সময়ের চেয়ে বেশি। হোসেনপুর এলাকায় গিয়ে মহিলাদের ব্যাপক আগ্রহ দেখেছি। হোসেনপুর কেন্দ্রে সুরঞ্জিত সেন গুপ্ত কোন দিন লিড করেননি। কিন্তু এবার ঐ এলাকায় মহিলাদের যে স্বতস্ফূর্ততা দেখেছি। ফলাফল অন্য যে কোন নির্বাচনের চেয়ে ভাল হবে।’
শাল্লা ইউনিয়নের ইউপি সদস্য মুনিরা বেগম বলেন,‘কেউ বলেন জয়া সেনকে নৌকায় ভোট দেবেন, আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেনকে সিংহ মার্কায় ভোট দেবার কথাও বলছেন। তবে
মহিলার দরদ মহিলারাই বেশি বুঝবো’।
ড. জয়া সেন গুপ্তা’র গণসংযোগের সঙ্গী কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘‘দিরাই-শাল্লার উপ-নির্বাচনে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া দেখছি। গ্রামাঞ্চলের নারীরা বলছেন,‘পয়লা বেটি আইছইন, আমরা বেটিরেই দিমু’। দিরাই ও শাল্লা দুই উপজেলায়ই নারী ভোটাররা সরব। অনেক স্থানে পুরুষের চেয়ে সভা সমাবেশে মহিলাদের জমায়েত বেশি হচ্ছে।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা বলেন,‘প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী সব সময়ই নারীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আমার ক্ষেত্রে সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী এবং নারী দুটোই তাঁর বিবেচনায় হয়তো ছিল। নারী প্রার্থী হওয়ায় গণসংযোগে বিভিন্ন এলাকায় গেলে নারীরা আমাকে দেখতে আসেন, আমিও তাদের দেখছি, কথা বলছি।’
প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা উপ-নির্বাচন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৩১। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৪৯১ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৪০। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা নৌকা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী কুয়েত প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন সিংহ প্রতীকে লড়ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com