1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ব্যাপক উদ্দীপনায় জগন্নাথপুরে যুবলীগের সন্মেলন, কারা আসছেন নতুন নেতৃত্বে ? - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত এনআইসিইউতে শিশুর মৃত্যু, চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল রোগীর স্বজন ইরানে হামলা করবে ইসরায়েল

ব্যাপক উদ্দীপনায় জগন্নাথপুরে যুবলীগের সন্মেলন, কারা আসছেন নতুন নেতৃত্বে ?

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৭০৮ Time View

স্টাফ রিপোর্টার :: দীর্ঘ এক যুগ পর শনিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীযুবলীগের সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্মেলনকে ঘিরে জগন্নাথপুরে উৎসবের আমেজ বিরাজ করলেও যুবলীগের নের্তৃত্বে কারা আসছেন এনিয়ে কেউ মুখ খুলছেন না। পদ পদবী প্রত্যাশীরা কোন প্যানেল না দেয়ায় সন্মেলনের শুরুটা অনেকটা নিস্প্রাণ ছিল। গত কয়েকদিনের প্রচারনায় সন্মেলনের পালে হাওয়া বইতে শুরু করে। এখন পুরো উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পোষ্টার ব্যানার বিলবোর্ডে শহর ছেয়ে গেছে। শুক্রবার বিকেলে সন্মেলন সফল করতে নেতাকর্মীরা করেছেন প্রচার মিছিল। দলীয় নেতাকর্মীরা জানান,২০০৩ সালে সর্বশেষ জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়। এক বছরের মধ্যে জেলার সকল উপজেলা কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিলুপ্ত করায় জগন্নাথপুর উপজেলা যুবলীগেরও কমিটিও বিলুপ্ত হয়। ফলে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ে। দীর্ঘদিন সাংগঠনিক কমিটি না থাকায় উপজেলা যুবলীগের কার্যক্রম অনেকটা নিস্ক্রিয় ছিল। ২০১২ সালে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জ যুবলীগের দায়িত্ব নিয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগের একটি আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন করেন। অনুমোদিত কমিটিতে কামাল উদ্দিনকে আহ্বায়ক ও আবুল হোসেন লালন, বিভাস দে, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন, নজরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, দিলোয়ার হোসেন, হামিদুর রহমান বাচ্চু, ছালেহ আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। উক্ত কমিটি উপজেলা আটটি ইউনিয়নের মধ্যে আশারকান্দি ইউনিয়ন ব্যতিত সব কটি ইউনিয়নে সন্মেলন করে আহ্বায়ক কমিটি গঠন করেন। গত কয়েক মাস ধরে উপজেলা যুবলীগের সন্মেলন করা নিয়ে শুরু হয় প্রচারণা। গত ২০ এপ্রিল উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সন্মেলন একযোগে হওয়ার তারিখ ঠিক হয়। পরে ২৬ এপ্রিল শুধু ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক হয়। কিন্তুু সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিরোধের কারণে ছাত্রলীগের সন্মেলনও স্থগিত হয়ে যায়। এবস্থায় ১৬ মে যুবলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক হলেও সন্মেলন আদৌ হবে কি হবে না এনিয়ে চলে নানা আলোচনা। আজ বহুল প্রত্যাশিত এ সন্মেলন হতে যাচ্ছে। সন্মেলনে কোন প্যানেল না থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পেতে সবচেয়ে বেশী তিনটি নাম দলীয় নেতাকর্মীদের মুখে শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন ও সাইফুল ইসলাম রিপন। এই তিনজনের মধ্যে থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। যদিও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের প্রতি সন্মান প্রর্দশন করে নেতাকর্মীরা কোন প্যানেল ও প্রার্থীতা ঘোষনা না দিয়ে তাকে কমিটি গঠনের দায়িত্ব দেন। তারপরও মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনায় কামাল উদ্দিন, আবুল হোসেন লালন ও সাইফুল ইসলাম রিপনের মধ্যে থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এর মধ্যে সাইফুল ইসলাম রিপন মাঠের রাজনীতিতে সবচেয়ে বেশী সক্রিয় থাকায় নেতাকর্মীরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বলে ইউনিয়ন যুবলীগের অধিকাংশ নেতা কর্মীদের সাথে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়াসমীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উদ্বোধক হিসেবে থাকবেন জেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হক আতিক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, সন্মেলনের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করছি একটি সফল সন্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলন প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পর সন্মেলন হওয়ায় জগন্নাথপুর উপজেলায় যুব জাগরণ সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জের যুবকরা বাংলাদেশের অহংকার জগন্নাথপুরের সন্মেলনে যে উদ্দীপনা তৈরী হয়েছে তাতে একথা প্রতিফলন ঘটছে। তিনি বলেন, নতুন নের্তৃত্বের মাধ্যমে স্বাধীনতার মূল্যবোধ রক্ষার যুবলীগ বলিষ্ট ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com