1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ইতালির নাগরিক নিহত

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: রাজধানীর গুলশান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক বিদেশী নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
নিহত ওই বিদেশীর নাম তাভেলা সিসিরো। বয়স আনুমানিক ৫০ বছর।
নিহত ওই বিদেশী ইতালির নাগরিক এবং তিনি নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওতে কাজ করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ওই বিদেশী জগিং করতে বের হলে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।ডিএমপি কমিশনার বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের এডিসি আবদুল আহাদ জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এক বিদেশী নাগরিক গুলিবিদ্ধ হন।
তিনি বলেন, ওই বিদেশীকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ওই বিদেশী মারা গেছেন বলে জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com