1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদশের সব কমিটি স্থগিত জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন গুলশানে চাঁদাবাজি / বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম জুলাই সনদের খসড়া প্রস্তুত: আলী রীয়াজ মাছ আল্লাহর নিয়ামতের দরিয়ায় এক বিস্ময়কর দান জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

শ্রদ্ধা আর ভালবাসায় জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল মনাফকে শেষ বিদায়,জানাজায় শোকার্ত মানুষের ঢল

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আব্দুল মনাফ কে শ্রদ্ধা আর ভালবাসায় শেষ বিদায় জানিয়েছেন কয়েক হাজার শোকার্ত মানুষ।
আজ বিকেল তিনটায় মরহুমের নামাজে জানাজা জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক, শিক্ষক সমাজ, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি শোকাহত কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজার ইমামতি করেন সদস্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে হাফেজ হাফেজ সুয়েব আহমদ। মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত মাওলানা হাবিবুর রহমান।
জানাজার পূর্বে অ্যাডভোকেট জিয়ারউর রহিম শাহিন ও অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের যৌথ পরিচালনায় মেয়র আব্দুল মনাফের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারন করে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আএয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ,জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বকত,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, মরহুমের বড় ছেলে সেলিম আহমদ, কর্নেল (অব:)  সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল করিম রুমেন, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির সহসভাপতির অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, বিএনপি নেতা এমএ মালেক খান, জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রাশীদ, যুক্তরাজ্য প্রবাসি আব্দুস শহীদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, পৌর পরিষদের সচিব মোবারক আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
পরে জগন্নাথপুর পৌরশহরের  হবিবপুরে মেয়র আব্দুল মনাফের মা বাবার পাশে দাফন সম্পন্ন করা  হয়। 
এদিকে আজ পোনে দুইটার দিকে জগন্নাথপুর পৌর সভার মেয়র আব্দুল মনাফের বাসভবনে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে তিনি মরহুম আবদুল মনাফের পরিবারের সদস্যদের শান্তনা দেন।এসময় মেয়রের বড় ছেলে সেলিম আহমদ, পরিকল্পনা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাঁর বাবা মেয়র আব্দুল মনাফ কে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে সহযোগিতা করেন। পরিকল্পনা মন্ত্রীও এম এ মান্নান ও প্রয়াত মেয়র আব্দুল মনাফের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পূর্বে সকাল ১১টায় জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গণে মেয়র আব্দুল মনাফের মরদেহ সর্বস্তরের মানুষ ফুল নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, পৌর দুইবারের মতো নির্বাচিত মেয়র আব্দুল মনাফ (৬৫) গত ছয় মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেখানে নেয়া হয়। গত ১১ জানুয়ায়ী রাত দশটার দিকে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।২৪ জানুয়ারী মরহুমের প্রথম জানাজা লন্ডনের ব্রিকলেনে অনুষ্ঠািত হয়।
 গত ১৫ জানুয়ারী মরদেহ দেশে ফিরে। ওই দিন সিলেট নগরীর শামিমাবাদ এলাকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ শেষ জানাজা নামাজ কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com