1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডায় যুবক নিহত, মূলহোতা টিকটকার গ্রেপ্তার মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে ভয়াবহ হুমকি হতে পারে এআই : সিইসি অভিবাদন জানাবার ইসলামি পদ্ধতি নতুন গানে মাতাবেন জগন্নাথপুরে সুরকন্যা বিথী জগন্নাথপুরে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডার জেরে যুবক নিহত

যুবলীগের নামে চাঁদাবাজির জন্য সিলেট বাস টার্মিনালে হামলা

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা টার্মিনালে অপতৎপরতা বন্ধ, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এসব অভিযোগ করে বলেন, ‘চাঁদাবাজরা যুবলীগের নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ন হবে।’

তিনি বলেন, ‘কদমতলী বাস-টার্মিনালের জন্মলগ্ন থেকে পরিবহনের মালিক-শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়ক যোগাযোগ রক্ষা করে আসছে। বাস টার্মিনালে বাইরের স্বার্থন্বেষী লোকেরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অশান্তি সৃষ্টি করছে যা সিলেটবাসী অবগত রয়েছেন।’

নিজেদের ‘শান্তিপ্রিয়’ পরিবহন মালিক-শ্রমিক দাবি করে ফলিক বলেন, ‘বাস টার্মিনালে হামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাঁদাবাজরা সংবাদ সম্মেলনে যে অভিযোগ উত্থাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার লক্ষ্যে সিলেটের পরিবহন সেক্টরের সর্বোচ্চ শ্রমিক সংগঠন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক গংদের হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ গত ১৭ অক্টোবর দুপুরে সন্ত্রাসীরা হামলা চালায়। এলোপাতাড়ি গুলি ছুড়ে ত্রাসের সৃষ্টি করে।’

লিখিত বক্তব্যে সেলিম আহমদ ফলিক বলেন, ‘তাজমহল রেষ্টুরেন্টের বৈধ মালিক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি পৃথকভাবে লিজ নিয়ে ব্যবসা করছেন। এখানে বাস টার্মিনালের লিজের কোন সম্পর্ক নেই। তা ছাড়া যে মিছবাহ উদ্দিন তালুকদারের নাম ভাঙ্গিয়ে তাঁরা নিজেদেরসহ মালিকানা প্রমাণ করার অপচেষ্টা করছে তাও ভিত্তিহীন। কেননা স্বয়ং মিছবাহ উদ্দিন তালুকদার থানায় জিডি করে বলেছেন (জিডি নং ১০১৭ তাং ২২/১০/১৭) তিনি বিগত বছর লিজগ্রহীতা ছিলেন। বর্তমানে তিনি লিজগ্রহীতা নন। তার নাম ভাঙ্গিয়ে যে কোন কিছুর সাথে তিনি জড়িত নন। মিছবাহ উদ্দিন জিডিতে উল্লেখ করেছেন, তিনি বাস টার্মিনালের ২০১৬-২০১৭ ইং অর্থ বছরের একক ইজারাদার ছিলেন। বর্তমানে অন্য লোক কতমতলী বাস টার্মিনাল লিজ গ্রহণ করায় তিনি বাস টার্মিনাল থেকে চলে গেছেন।’

ফলিক আরো বলেন, ‘বাস টার্মিনালকে সকল ধরণের অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখার জন্য বর্তমান ইজারাদার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে লিজ গ্রহণ করেছেন। এখানে জনসাধারণকে জিম্মি বা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতাবহির্ভূত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি আব্দুর রহিম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা সড়ক পরিবহক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ মিয়া, টেম্পু শ্রমিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক ইনসান আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com