1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদশের সব কমিটি স্থগিত জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন গুলশানে চাঁদাবাজি / বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম জুলাই সনদের খসড়া প্রস্তুত: আলী রীয়াজ মাছ আল্লাহর নিয়ামতের দরিয়ায় এক বিস্ময়কর দান জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সিলেট থেকে;সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনলের বিচারক মকবুল আহসান আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করেন।

এরআগে ২১ সেপ্টেম্বর সাক্ষীরা অনুপস্থিত থাকায় পিছিয়ে যায় সাক্ষ্য গ্রহণ। আজ আদলতে মামলাটির বাদী হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান স্বাক্ষ্য প্রদান করেন। আজ সিলেট সিটি করর্পোরেশনের বরখাস্থকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া জেল হাজতে থাকা ১৪ আসামী ও জামিনে থাকা ৮ জন আদালতে উপস্থিত হন। আরিফুল হক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

কিবরিয়া হত্যার দশ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হরিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরশেনের সাবেক মেয়র আরিফুলহ চৌধুরী, হবগিঞ্জ পৌর মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার চার্জ গঠন করেন।

মামলার ৩২ আসামীর মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।

এরআগে নানা নানা জটিলতায় দীর্ঘ দশ বছর আটকে ছিলো এ মামলার বিচার কাজ। সর্বশেষ মামলার অন্যতম আসামী আরিফুল হকের অসুস্থতার কারনে নয় দফা পিছিয়ে যায় অভিযোগ গঠনের শুনানি।

প্রসঙ্গত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় ওই রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলায় তিন দফা তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর হারিছ, আরিফ, গউছসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
এরপর আরিফ ও গউছ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। সরকার তাদের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুলল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এ আদালতেই এই মামলার বিচার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com