1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ৪১ জনের প্রাণহানি জগন্নাথপুরে লাখ টাকার মাদকসহ তৃতীয় লিঙ্গের একজন গ্রেপ্তার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল জগন্নাথপুরে সুদের টাকা নিয়ে হিন্দু পরিবারের ওপর হামলা ও মূর্তি ভাংচুরের অভিযোগ. গ্রেপ্তার ৭ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২ জগন্নাথপুরে মিথ্যা মামলায় আ.লীগ নেতা কে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে জামিন ঈদের সময় এলো সাড়ে ৯ হাজার কো‌টি টাকার রেমিটেন্স সেপটিক ট্যাংক থেকে হবিগঞ্জের তিন নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সরবরাহ বিঘ্নিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ১৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ আহত ও ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর মসজিদের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে বুধবার সকালে স্থানীয় শ্যামলবাজারে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন বিকেলে দু’পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত ও ৭ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধরা হলেন- বাজিতপুর গ্রামের শিরুল (৩০), আনোয়ার (২৬), রাসেল (৩২), জিয়াউল (২৬), বদরুল (১৮), গিয়াস (৪০), সুনুর আলী (৩২)।
উভয়পক্ষের অন্যান্য আহতরা হলেন নুর মিয়া (২৮), জুয়েল (২৮), জাবেদ (২৫), রমজান (৩২), বাশির (৪৫), ইকবাল (২৪), নুরুল (৩৫), সাজনা বেগম (২৮), জয়তেরা বেগম (৩২), মনফর আলী (৩৫), আনর আলী (৩৫), আফতাব উদ্দিন (৩০), আখতার হোসেন (২৫), দেলোয়ার হোসেন (৩০), আলী হোসেন (৪০) প্রমুখ। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসাপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী (৩৮)।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই সাইদুর রহমান, এএসআই শিবলু, কনস্টেবল আছকির মিয়া, সুমন, জয়ন্ত।
দোয়ারাবাজার থান ার ওসি এনামুল হক বলেন, সংঘর্ষে ৫৩ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয়পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com