1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বর্ণ লিখন প্রতিযোগিতা

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধি:: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে সুনামগঞ্জে বর্ণ লিখন প্রতিযোগিতার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় দুটি বিভাগে বিজয়ী ৩০জনকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য কানিজ সুলতানা, বন্ধুসভার উপদেষ্টা রুনা লেইস, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ প্রমুখ।


প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম বিভাগে পুরস্কার পেয়েছে ইমামিম, সারাফ ইবনাত প্রভা, আয়ান, আরিক আকমল গনি ও প্রীতম দাস। দ্বিতীয় বিভাগে অনুজ দাস তনু, জাওয়াদ চৌধুরী সাবিন, ফারহান রহমান, মেহবুবা জালাল নুরী ও অহনা জামান রোদেলা। তৃতীয় বিভাগে পুরস্কার পেয়েছে নাবিলা আহমেদ রাহমা, তাইয়্যিবা জান্নাত জিয়া, সাবরিনা জাহান লিসা, অন্বেষা রায় ও পড়শী দাশ লিখা।
খ গ্রুপে প্রথম বিভাগে পুরস্কার পেয়েছে জয়িতা বনিক মম, ইসরাত জাহান মুন, মৃত্তিকা ত্রিবেদী, মোছা. উম্মে হানী জান্নাত ও নিশাত তাসনিম নিঝুম। দ্বিতীয় বিভাগে ফারজানা আক্তার শিমলা, চৈতি গাঙ্গুলী, অনিদ্য রায় অনিক, সুচিশমিতা রায় জয়া ও সৌহাদ্য রায়। তৃতীয় বিভাগে আফরিন হোসেন সুমাইয়া, রহিমা রহমান, নাবিলা আরমান রাফাত, ফারিহা জান্নাত সাফা ও হামীমা আক্তার


প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেন সুনামগঞ্জ বন্ধুসভার মো. হায়দার আলী, প্রদীপ পাল, রনজিৎ কুমার দে, শফিকুল ইসলাম, অমিত বর্মন, রাজিয়া সুলতানা, আসাদুজ্জামান প্রিয়ম, সাইফ আহমদ খান, তাজকিরা হক তাজিন, অহনা সাওতি দিশা, জাকিরুল হক মান্না, আহমদ শামস অর্ক, সুজন বিশ্বাস, মুক্তা আচার্য, রিতা আচার্য়, জাকের আহমদ, রুবেল পাল, অনিক পাল প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রায় আধঘণ্টা ম্যাজিক প্রদর্শন করেন বন্ধুসভার সুজন বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com