1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে রতন ও শামীমার বিরুদ্ধে অভিযোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১০ অপরাহ্ন

সুনামগঞ্জে রতন ও শামীমার বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ২৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন বলেন সাংসদ মেয়াজ্জেম হোসেন রতন ও শামীমা আক্তার খানমের বিরদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম শামীম।
বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি ওই দুই সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁর প্রতীক মোটরসাইকেল। এই উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউসুফ আল আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম
হোসেন রতন ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা আক্তার খানম। তাঁরা প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাইছেন। আগামি ২ ও ৩ ফেব্রুয়ারি উপজেলার বেহেলী ও সাচনাবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণার কর্মসূচিতে ওই দুই সাংসদ প্রার্থীসহ উপস্থিত থাকবেন বলে প্রচারণা চালানো হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
জানতে চাইলে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নৌকার পক্ষে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের প্রার্থী একজন মুক্তিযোদ্ধা, আটবারের নির্বাচিত জনপ্রতিনিধি, অথচ তাঁর ঘরে একটা খাট নাই, এমন লোকের পক্ষে দুয়েকটি কথা আমরা বলতেই পারি। এতে আচরণবিধি লঙ্ঘন হবে বলে আমরা মনে করি না।
সাংসদ শামীমা আক্তার খানমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।,
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যাঁরা সরকারের লাভজনক পদে আছেন তাঁরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারেন না। এর মধ্যে মাননীয় সাংসদগণও রয়েছেন। তাই জামালগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীর লিখিত অভিযোগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com