স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থেকে সিএনজি যোগে সিলেট যাওয়ার পথে রবিবার বিকেলে বিশ্বনাথের কালিগঞ্জ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুনের নাম তৌরিছ আলী (২৬)। সে ওই গ্রামের উস্তার আলীর ছেলে। লোহারগাঁও গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিহতের চাচাতো ভাই মনু মোহাম্মদ মতছির সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে তরুণ সমাজকর্মী আকিকুর রহমান আকিক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লী বিদ্যুতের লোকজন বিশ্বনাথের কালিগঞ্জ এলাকায় গাছপালা কাটার সময় ওই সড়ক দিয়ে সিএনজিযোগে তৌরিছসহ কয়েকজন সিলেটের দিকে যাচ্ছিলেন। এসময় সিএনজিতে গাছের ডাল পড়ে সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তৌরিছ মারা যান।
অন্যযাত্রীদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে নিহত তরুণের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply