1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হত্যার হুমকি আমার জন্য নতুন কিছু না, তাই এতে আমি ভীত না- জাফর ইকবাল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

হত্যার হুমকি আমার জন্য নতুন কিছু না, তাই এতে আমি ভীত না- জাফর ইকবাল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৬৯৩ Time View

শাবি সংবাদদাতা :: হত্যার হুমকি আমার জন্য নতুন কিছু না, তাই এতে আমি ভীত নই। অসংখ্যবার হত্যার হুমকিসহ এ ধরণের চিঠি পেয়েছি। অনেকবার এরকম হয়েছে আমি আমার স্ত্রীকেও এসব ব্যাপারে কিছু বলিনি। এই বার হত্যার হুমকি দিয়ে যে চিঠিটা দেয়া হয়েছে তার বানানও শুদ্ধ না। অনেক কষ্টে আমি চিঠির ভাষা বুঝতে পেরেছি। ‘আল কায়েদা আনসারুল্লাহ বাংলাটিম : ১৩’ কর্তৃক হত্যার প্রত্রিয়ায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন। জাফর ইকবাল বলেন, এই বার হত্যার হুমকির তালিকায় বড় বড় ব্যক্তিরা আছেন। আইন-শৃঙ্খলাবাহিনী নতুন করে বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করবে। তবে হুমকিতে যাদের নাম দেয়া হয়েছে সবাই সমাজে প্রতিষ্ঠিত মানুষ। পর্যাপ্ত নিরাপত্তার কারণে তাদের ঝুঁকি কম। তাদেরকে রাস্তার মোড়ে চাপাতি দিয়ে মারতে পারবে এই আশঙ্কা আমি দেখি না। আমার এখানেও গত ৭দিন ধরে পুলিশ পাহারা বসানো হয়েছে।তিনি আরো বলেন, যারা বিজ্ঞানের কথা বলে, যুক্তির কথা বলে এখন তাদের নামের সাথে ‘নাস্তিক’ শব্দ জুড়ে দেয়া হচ্ছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, অনন্তের মত তরুণ ছেলেরা যারা প্রকৃতপক্ষে ঝুঁকিতে আছে তাদের জন্য কিছু করা দরকার। তাকে হত্যা করার পরও অন্যদের ফোনে হুমকি দেয়া হচ্ছে। যারা ব্লগার তাদের নামের সাথে নাস্তিক কথাটা জুড়ে দেয়া হয়েছে। তাদের জীবন ঝুঁকির মুখে বিষয়টা আমার জন্য অনেক কষ্টের। তাদের কেউ নিরাপত্তা দেয় না, সরকারও তাদের জন্য কিছু করে না। এতে আমি বিচলিত।হেফাজতে ইসলামের যে তালিকা প্রকাশ করেছে তার থেকে গত তিন মাসে তিন জনকে হত্যা করা হয়েছে। এদের মারার পরে পুলিশও এমন একটা ভাব করে যাতে নিজের দোষে তাদের মারা গেছে। এরকম মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারো লেখা যদি অন্যের পছন্দ না হয় তাহলে লিখে তার প্রতিবাদ করতে পারে। কারো লেখা যদি দেশের আইনের পরিপন্থী হয় তাহলে প্রচলিত আইনে তার বিচার করা উচিত। আমাদের বাংলাদেশে আগে কোমল একটা ধর্ম ছিল। এখন সেই ধর্মকে একটা বিচিত্র ধর্মে পরিণত করা হয়েছে যেখানে কোন মায়া মমতা ভালবাসা নাই। ওকে মারো, ওকে জবাই করো এভাবে একটা ধর্মকে নিষ্ঠুর ধর্মে পরিণত করা হচ্ছে। এদিকে আনসারুল্লাহ কর্তৃক অধ্যাপক জাফর ইকবালকে হত্যার হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com