1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনশেষে এমএ মান্নান- অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকায় দিন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনশেষে এমএ মান্নান- অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নৌকায় দিন

  • Update Time : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৩০৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষ্যে বাস্তবায়নে এবং বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত ১০ বছরে শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থাসহ দেশের প্রতিটি সেক্টরে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতার বসাতে হবে। তিনি বলেন, ৭১ সালে গোলামি শিকল থেকে মুক্তির লক্ষ্যে আওয়ামী লীেেগর নেতৃত্বে দেশের আপাময় জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছেন, অনুরূপভাবে বঙ্গবন্ধুর এই দেশকে সোনার বাংলা রূপান্তিত করতে সকল ভেদাভেদ ভুলে সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অর্থায়নে এক কোটি সাত লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত উন্নয়ন সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশন সুনামগঞ্জ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দেব। সভায় অন্যদর মধ্যে বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যানে আরশ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, প্রচার সম্পাদক সুজিব দুর্জয় রায়, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com