1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জ্বর-সর্দি- শ্বাসকষ্টে আক্রান্ত পল্লী চিকিৎসক কে সিলেটে প্রেরণ

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে জ্বর সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত ৪০ বছর বয়সী এক পল্লী চিকিৎসক কে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসকদল তার বাড়িতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গে তার স্বাস্থ্যের অবনতি দেখে তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে প্রেরণ করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান, গত ১০ মে করোনাভাইরাস উপসর্গের খবর পেয়ে আমরা তার নমুনা সংগ্রহ করি। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠাই এবং তার বাড়িসহ আশপাশের ৩১ বাড়ি লকডাউনের ব্যবস্হা করি। ওই ব্যক্তির নমুনা সংগ্রহের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com