কোথাও তিনজন লোক থাকলে একজনকে বাদ দিয়ে দুজনে কানাঘুষা করা ইসলামে নিষেধ। এতে তৃতীয় ব্যক্তি ভীত হয়, মনঃক্ষুণ্ন হয়। পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। এটি আরবের ইহুদি ও মুনাফিকদের স্বভাব ছিল।
তাদের এই বদ অভ্যাসের ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘তুমি কি তাদের দেখো না, যাদের কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল। অতঃপর তারা সেই নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে।’
(সুরা : মুজাদালাহ, আয়াত : ৮)
এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লেখেন, এখানে উদ্দেশ্য মদিনার ইহুদি এবং মুনাফিকরা। যখন মুসলিমরা তাদের পাশ দিয়ে পেরিয়ে যেত, তখন তারা আপসে মাথায় মাথা লাগিয়ে এমনভাবে চুপে চুপে কানাঘুষা করত যে মুসলিমরা মনে করত তারা মনে হয় তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে অথবা মুসলিমদের কোনো সৈন্য দলের ওপর শত্রুপক্ষ আক্রমণ করে তাদের ক্ষতি সাধন করেছে, যার খবর এদের কাছে পৌঁছে গেছে।
আমাদের নবীজি (সা.) সাহাবায়ে কিরামকে এই কাজ করতে নিষেধ করেছেন। রাসুল (সা.) বলেছেন, ‘যখন তোমরা তিনজন থাকবে, তখন তৃতীয়জনকে ছেড়ে তোমরা গোপনে পরামর্শ কোরো না তার অনুমতি ছাড়া। কেননা সেটি তাকে দুঃখ দেবে।’(মুসনাদ আহমাদ, হাদিস : ৬৩৩৮)
বর্তমান যুগেও এ কাজটি অনেকে করে থাকে। কয়েকজনের কথোপকথনে হঠাৎ করে দেখা যায়, দুজন গোপনে কথাবার্তা বলে, ইশারা-ইঙ্গিতে কথা বলে।