1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
উপজেলা নির্বাচন জগন্নাথপুর এবারও চার প্রবাসী প্রার্থী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

উপজেলা নির্বাচন জগন্নাথপুর এবারও চার প্রবাসী প্রার্থী

  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক -সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন প্রবাসীরা। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থীী মধ্যে চারজন প্রবাসী এবার ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। প্রবাসী প্রার্থী ছাড়াও দেশে থাকা প্রার্থীদের সমর্থনে ইতিমধ্যে প্রবাসীরা দেশে আসা শুরু করেছেন। নির্বাচন কে সামনে রেখে অর্ধশতাধিক প্রবাসী এখন জগন্নাথপুরে।
উপজেলাবাসী ও নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনী তফসিল অনু্যায়ী আগামী ২ নভেম্বর ইভিএম এ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারনায় নামেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী অংশ গ্রহণ করছেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া প্রতীক) জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ প্রতীক) প্রবাসী নন এমন তিন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন (নৌকা,) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা (আনারস) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান (মোটরসাইকেল)।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে দুই জন যুক্তরাজ্য প্রবাসী। তাঁরা হলেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমেদ ( টিউবওয়েল) ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি (টিয়াপাখি) অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা),উপজেলা যুবলীগ সহ সভাপতি সালেহ আহমেদ (চশমা) ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ( মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের কেউ প্রবাসী নন।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক জানান,প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার স্হানীয় সরকারের কোন নির্বাচন মানে প্রবাসীদের অংশ গ্রহণ। সেই সাথে প্রবাসী ও প্রবাসী নন এমন সকল প্রার্থীদের সমর্থনে তাদের স্বজন প্রবাসীরা দেশে এসে নির্বাচন কে প্রভাবিত করেন। এবারও ৫ প্রার্থীর সমর্থনে শতাধিক প্রবাসী এসে স্ব স্ব প্রার্থীর সমর্থনে প্রচারনায় নেমেছেন।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী সাজিদুর রহমান জানান, জগন্নাথপুরে নির্বাচন মানেই একটা উৎসবের আমেজ। অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়।আন্তরিক পরিবেশে কয়েকটা দিন কাটানোর সুযোগ হয়।তাই উপজেলা পরিষদ নির্বাচন কে লক্ষ্য রেখে দেশে এসেছি।পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছি।
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী বলেন,আমার প্রয়াত শ্বশুর অধ্যাপক আবু খালেদ চৌধুরী এ উপজেলার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তাকে অনুসরণ করে উপজেলার মানুষের জন্য কাজ করতে এসে প্রার্থী হয়েছি। তিনি বলেন, লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় আমি মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছি। তাই বাকি জীবন উপজেলার মানুষের কল্যানে কাজ করতে চাই।
জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ তালহা আলম বলেন, যুক্তরাষ্ট্রে লেখাপড়া ও ব্যবসা বানিজ্য করলেও উপজেলার মানুষের জন্য কিছু করার টান ছিল। তাই কয়েক বছর ধরে উপজেলায় এসে মানবকল্যানে কাজ করছি।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মুক্তাদীর আহমেদ মুক্তা বলেন, আমি এ উপজেলার প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান। দুই বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন ধরে সার্বক্ষণিক মানুষের পাশে রয়েছি। একটি অগ্রসর সমৃদ্ধ উপজেলা গঠনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ব্যাপক সাড়া আমাকে জয়ের ব্যাপারে আশাবাদী করছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বলেন, আমি ২০১৬ সালে এ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছিলাম। উন্নয়নের জন্য ভোটাররা আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি আশা করছি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ইতিমধ্যে অনেক প্রবাসী দেশে এসে আমার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যারা আসতে পারেননি তারা প্রবাসে বসে সভা করে আমার পক্ষে ভোট চাইছেন।
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান বলেন,২০১৭ সালে উপজেলার মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় উপজেলাবাসী আমাকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি বলেন, আমার ছেলে মেয়েরা সবাই প্রবাসী।আমি উপজেলার মানুষের জন্য কাজ করতে জগন্নাথপুরবাসীর পাশে রয়েছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে বলেন, ২ নভেম্বর নির্বাচন কে সামনে রেখে আমরা প্রস্তুতি শুরু করেছি। এবার ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএম এর মাধ্যমে ৮৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com