1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এক নজরে বাংলাদেশের ২৪০ জমিদার বাড়ি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

এক নজরে বাংলাদেশের ২৪০ জমিদার বাড়ি

  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ১৩৯৯ Time View

বিশেষ প্রতিনিধি –
ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি। যা বাংলাদেশের আনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। এর সাথে এক-একটা জমিদার বাড়ির আছে এক একরকম ইতিহাস।
ভারত উপমহাদেশে মুঘলদের আমল থেকে ব্রিটিশদের শাসন আমল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। ঐ জমিদারদের বাড়িকেই জমিদার বাড়ি বলা হতো বা হয়। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই। তাই জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জামিদার বাড়ি নামেই পরিচিতি পায়।
তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক টাকার মালিক। তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে বিভিন্ন ধরণের সুন্দর সুন্দর নকশা করে। যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা যায়। এসব জমিদার বাড়ির অধিকাংশ অসিত্ব হারাতে বসেছে। নিচে বাংলাদেশে অবস্থিত জমিদার বাড়িগুলোর তালিকা দেখুন

অমৃত নগর জমিদারবাড়ি
অতুল কৃষ্ণ রায় চৌধুরী বাড়ি (বর্তমানে মৈশান বাড়ি নামে পরিচিত)
আঠারবাড়ী জমিদার বাড়ি
আদাঐর জমিদার বাড়ি
আজিম চৌধুরীর জমিদার বাড়ি (দুলাই)
আড়াপাড়া জমিদার বাড়ি
আটঘরিয়া জমিদার বাড়ি
ইলিশিয়া জমিদার বাড়ি
ইসহাক জমিদার বাড়ি
ঈসা খাঁ জমিদার বাড়ি (সরদার বাড়ি)
উজানীর জমিদার বাড়ি
উলপুর জমিদার বাড়ি
উলানিয়া জমিদার বাড়ি
উত্তর তেতাভূমি জমিদার বাড়ি
এলেঙ্গা পুরনো জমিদার বাড়ি
কড়ৈতলী জমিদার বাড়ি (বাবুর বাড়ি)
কীর্ত্তিপাশা জমিদার বাড়ি
কাশিমপুর জমিদার বাড়ি
কাশিপুর জমিদার বাড়ি
কানসাটের জমিদার বাড়ি
কাইতলা জমিদার বাড়ি[১] কাকিনা জমিদার বাড়ি
কলসকাঠী জমিদার বাড়ি
করটিয়া জমিদার বাড়ি
কার্ত্তিকপুর জমিদার বাড়ি
কোকিলপেয়ারি জমিদার বাড়ি
কল্যান্দি জমিদার বাড়ি
করপাড়া জমিদার বাড়ি
কামানখোলা জমিদার বাড়ি
কোদলা চারআনী জমিদার বাড়ি
কানাইপুর জমিদার বাড়ি
কাদিয়া বাড়ি ঢিবি
খানসামা জমিদার বাড়ি
খালিয়া জমিদার বাড়ি
খলিষখালী জমিদার বাড়ি
গোড়াই জমিদার বাড়ি
গোপালদী জমিদার বাড়ি
গাংগাটিয়া জমিদার বাড়ি (মানব বাবুর বাড়ি)
গৌরারং জমিদার বাড়ি
গোয়ালকান্দি জমিদার বাড়ি
গাবতলী জমিদার বাড়ি
গৌরনদী জমিদার বাড়ি (জমিদার লাল মোহন সাহার বাড়ি)
গিরীশ চন্দ্র সেনের জমিদার বাড়ি
গুপ্ত জমিদার বাড়ি
গৌরীপুর রাজবাড়ি
গোরকঘাটা জমিদার বাড়ি
ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি
ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি
ঘোষাল রাজবাড়ি
চারআনি জমিদার বাড়ি
চৌধুরী হাটের জমিদার বাড়ি
চরহোগলা জমিদার বাড়ি
চাঁদড়া জমিদার বাড়ি
চৌগ্রাম জমিদার বাড়ি
চান্দাইকোনা পুর্বপাড়া জমিদার বাড়ি
চৌধুরী বাড়ি
চান্দিশকরা জমিদার বাড়ি
ছনুয়া পুরোনো জমিদার বাড়ি
ছোট বনগ্রাম জমিদার বাড়ি
ছান্দড়া জমিদার বাড়ি
জালালপুর জমিদার বাড়ি
জয়মনিরহাট জমিদার বাড়ি
জাহাপুর জমিদার বাড়ি
জাওয়ার জমিদার বাড়ি
জয়কুমার জমিদার বাড়ি
জমিদার মহেন্দ্র রায়ের বাড়ি
জয়গঞ্জ জমিদার বাড়ি যা (খানসামা জমিদার বাড়ি) নামে পরিচিত
জমিদার পঞ্চানন রায় চৌধুরীর বাড়ি
জমিদার শিশির গাঙ্গলীর জমিদার বাড়ি
জমিদার রাজারাম রায় চৌধুরীর জমিদার বাড়ি
জয়েন্তশ্বরী বাড়ি পূর্ণনির্দেশিত জৈন্তা রাজবাড়ি
টাঙ্গাইল জমিদার বাড়ি
তাজহাট জমিদার বাড়ি
তেওতা জমিদার বাড়ি
তাড়াশ ভবন
তীর্থবাসি জমিদার বাড়ি
তুষভাণ্ডার জমিদার বাড়ি
তালজাঙ্গা জমিদার বাড়ি
তাঁতিবন্দ বিজয় গোবিন্দ চৌধুরী জমিদার বাড়ি
তেলোয়ারী জমিদার বাড়ি
তালখড়ি জমিদার বাড়ি
তিনআনী জমিদার বাড়ি
তের জমিদার বাড়ি
দালাল বাজার জমিদার বাড়ী
দুবলহাটি রাজবাড়ী
দেলদুয়ার জমিদার বাড়ি (নর্থ হাউজ)
দত্তপাড়া জমিদার বাড়ি
দুলাই আজিম চৌধুরী জমিদার বাড়ি
দেবহাটা জমিদার বাড়ি
দাগনভূঞার জমিদার বাড়ি
দিনাজপুর রাজবাড়ি
দয়ারামপুর জমিদার বাড়ি
দূর্গাপুর জমিদার বাড়ি
দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন
ধানকোড়া জমিদার বাড়ি
ধুবিল কাটার মহল জমিদার বাড়ি (মুন্সিবাড়ি)
ধামালিয়ার জমিদার বাড়ি
ধনবাড়ি জমিদার বাড়ি
ধলাপাড়া চৌধুরীবাড়ী
ধরাইল জমিদার বাড়ি
নয়আনী জমিদার বাড়ি,
নাওডাঙ্গা জমিদার বাড়ি
নাগরপুর চৌধুরীবাড়ী পূর্ণনির্দেশিত (নাগরপুর জমিদার বাড়ি)
নলডাঙ্গা রাজবাড়ি
নিমতিতা জমিদার বাড়ি
নকিপুর জমিদার বাড়ি
নীকলি জমিদার বাড়ি
নরসিংদী জমিদার বাড়ি
নবাবগঞ্জ জমিদার বাড়ি
নড়াইল জমিদার বাড়ি
নারায়নডহর জমিদার বাড়ি
নাটোর রাজবাড়ী
নান্দিয়া জমিদার বাড়ি
নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
পাকুটিয়া জমিদার বাড়ী
পাইল গাও এর জমিদার
পুঠিয়া রাজবাড়ী পূর্ণনির্দেশিত (পাঁচআনি জমিদারবাড়ী)
পুঁইছড়ি জমিদার বাড়ি
পাঙ্গা জমিদার বাড়ি
প্রতাপপুর জমিদার বাড়ি
পানাইল জমিদার বাড়ি
পারেড় হাট জমিদার বাড়ি
পৃত্থিমপাশা জমিদার বাড়ি
পাঁচুরিয়া জমিদার বাড়ি
পুরাতন জমিদার বাড়ি (রাজবাড়ি)
পাল বাড়ী জমিদার বাড়ি
পরৈকোড়া জমিদার বাড়ি
পূর্ব চন্দ্রপুর জমিদার বাড়ি
ফুলবাড়ি জমিদার বাড়ি
বলিহার রাজবাড়ী পূর্ণনির্দেশিত (বলিহার জমিদার বাড়ি)
বালিয়াটি প্রাসাদ পূর্ণনির্দেশিত (বালিয়াটি জমিদার বাড়ি)
বেতিলা জমিদারবাড়ি
বলিয়াদী জমিদার বাড়ী
বালাপুর জমিদার বাড়ি
বোয়ালিয়া জমিদার বাড়ি
বাংগরা জমিদার বাড়ি
বলধা জমিদার বাড়ি
বাইশ রশি জমিদার বাড়ি
বক্তারনগর পুরোনো জমিদার বাড়ি
বালিয়াপাড়া জমিদার বাড়ি
বলাখাল জমিদার বাড়ি
বড়কুল জমিদার বাড়ি (ভাগ্যিতা বাড়ি)
বামনডাঙ্গার জমিদার বাড়ি
বোরহানউদ্দিন জমিদার বাড়ি
বড় উঠান মিয়া বাড়ি
বালিহাকী জমিদার বাড়ি
বানারীপাড়া জমিদার বাড়ি
বোমাং রাজবাড়ী
ভাওয়াল রাজবাড়ী
ভিতরবন্দ জমিদার বাড়ি
ভৈরব সওদাগর জমিদার বাড়ি
ভবানীপুর জমিদার বাড়ি
ভাগ্যকুল জমিদার বাড়ি
ভাণ্ডারপাড়া জমিদার বাড়ি
ভুজপুরের জমিদার বাড়ি
ভোজ রাজার বাড়ি।
মুড়াপাড়া রাজবাড়ি পূর্ণনির্দেশিত (মুড়াপাড়া জমিদার বাড়ি)
মহেরা জমিদার বাড়ি
মোললা জমিদার বাড়ি
মুক্তাগাছার রাজবাড়ী
মহারত্ন জমিদার বাড়ি
মন্থনার জমিদার বাড়ি
মিঠাপুর জমিদার বাড়ি
পাইলগাঁও জমিদার বাড়ি
মজিদপুর জমিদার বাড়ি
কামারখাল জমিদার বাড়ি
মাধবপাশা জমিদার বাড়ি
মানব বাবুর জমিদার বাড়ি
মোকনা জমিদার বাড়ি
মকিমাবাদ জমিদার বাড়ি
মকিমপুর জমিদার বাড়ি
মনু মিয়া জমিদার বাড়ি
মিয়ার দালান
মহাদেবপুর জমিদার বাড়ি
মাতুভুঁইয়া জমিদার বাড়ি
রখুনি কান্ত জমিদার বাড়ি
রূপসা জমিদার বাড়ি
রায়পুর জমিদার বাড়ি
রায়েরকাঠী জমিদার বাড়ি
রজনী কান্ত পাল জমিদার বাড়ি
রাজবাড়ি
রাধানন্দ জমিদার বাড়ি
রাজা টংকনাথের রাজবাড়ি
রোয়াইল জমিদার বাড়ি
রাউতারা জমিদার বাড়ি
রামপাশার জমিদার বাড়ি
রামগোপালপুর জমিদার বাড়ি
রেফায়েতপুর জমিদার বাড়ি
রায়গঞ্জ সান্যাল জমিদার বাড়ি
রামধন জমিদার বাড়ি
রায়পুর চুন্নু মিয়া জমিদার বাড়ি (গজনফর আলী চৌধুরী)
রামগঞ্জ শ্রীরামপুর রাজবাড়ি
রামচন্দ্রপুর জমিদার বাড়ি
রূপলাল হাউজ
রামগোপালপুর জমিদার বাড়ি
লোহাগড় জমিদার বাড়ি
লুধুয়া জমিদার বাড়ি
লাকুটিয়া জমিদার বাড়ি
লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি
লকমা জমিদার বাড়ি
লক্ষ্মীমন্দার জমিদার বাড়ি
লালা বাবুর জমিদার বাড়ি,
লক্ষীকোলের রাজার বাড়ি,
শ্রীফলতলী জমিদ
সূত্র -বিডি টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com