1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

কোরআন থেকে শিক্ষা/ তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় করো

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

আয়াতের অর্থ : ‘তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্পর্কে সবিশেষ অবহিত। তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইসরাইল নিজের জন্য যা হারাম করেছিল তা ছাড়া বনি ইসরাঈলের জন্য যাবতীয় খাদ্য হালাল ছিল। …আল্লাহ সত্য বলেছেন।

সুতরাং তোমরা একনিষ্ঠ ইবরাহিমের ধর্মাদর্শ অনুসরণ কোরো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। (সুরা আলে ইমরান, আয়াত : ৯২-৯৫)

 

আয়াতগুলোতে আল্লাহর রাস্তায় দান ও দ্বিনের ব্যাপারে আমানত রক্ষার তাগিদ দেওয়া হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১.  প্রিয় জিনিস দান করার সওয়াব বেশি। সাহাবিরা বেছে বেছে নিজেদের প্রিয় জিনিসগুলো দান করতেন।

২.  প্রিয় নয় এমন জিনিস দান করলেও সওয়াব পাওয়া যায়, তবে মর্যাদা ও পুরস্কারের বিচারে তা অপূর্ণ।

৩.  ইয়াকুব (আ.) আল্লাহ প্রদত্ত মেধা ও প্রজ্ঞার আলোকে ইজতিহাদ (চিন্তা-গবেষণা) করে উটের গোশত নিষিদ্ধ করেছিলেন। এর দ্বারা ইজতিহাদের প্রামাণিকতা সাব্যস্ত হয়। (কুরতুবি : ৫/১৯৯ ও ২০৩)

৪.  ইয়াকুব (আ.) ইজতিহাদ করেছিলেন তাওরাত নাজিলের আগে।

বোঝা গেল, কোরআন-সুন্নাহে কোনো কিছু না পেলেই কেবল ইজতিহাদ করা হবে। 

৫.  জেনে-বুঝে আল্লাহ ও তাঁর দ্বিনের ব্যাপারে মিথ্যাচার গুরুতর পাপ। (তাফসিরে মুয়াসসার : ১/৬২)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com