1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
গুপ্তধনের সন্ধানে মাওলানা ইমরান ও জিনের বাদশা সমাচার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ জগন্নাথপুরে ৮৫ ভাগ জমির ধান কাটা শেষ/ ঘুরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত বাংলাদেশের সঙ্গে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ ফেয়ার ফেইস জগন্নাথপুরের ‘স্বাবলম্বী প্রজেক্ট-১’ এর আওতায় দুই নারী পেলেন সেলাই মেশিন উপহার কম কথা বলা উন্নত চরিত্রের এক অপরিহার্য গুণ আব্দুস সামাদ আজাদের ২০তম মৃত্যু বার্ষিকী আজ শ্রদ্ধাঞ্জলি/. ক্রান্তিকালের কিংবদন্তি আব্দুস সামাদ আজাদ কাশ্মীর হামলাকে ‘ষড়যন্ত্র’ বলায় গ্রেপ্তার বিধায়ক

গুপ্তধনের সন্ধানে মাওলানা ইমরান ও জিনের বাদশা সমাচার

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলোচিত ঘটনা জিনের বাদশার সহযোগীতার অভিযোগে অভিযুক্ত হাফিজ এনামুল হাসান কে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। গতকাল জগন্নাথপুর থানায় তাকে আনা হয়।অপরদিকে ১৫০০ কোটি টাকার লোভে সাড়ে তিন কোটি টাকা খরচ করা ব্যবসায়ী এমরান মাওলানাকে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে। তার আয়ের উৎস নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে
তুমুল আলোচনার ঝড় বইছে।জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সমাজের পরিচিত মূখ সচেতন রাজনৈতিক কর্মী যুব জমিয়ত উলামায়ে ইসলাম নেতা মাওলানা ইমরান আহমদ ১৫০০ কোটি টাকা পাওয়ার লোভে জ্বিনের বাদশাকে সাড়ে তিন কোটি টাকা দেয়ার ঘটনাকে বিস্ময়কর হিসেবে দেখেছেন। অতিলোভে বড় অংকের টাকা লেনদেনের ঘটনায় তার আয়ের উৎসসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমসহ সর্বত্র আলোচনার ঝড় বইছে। মাওলানা এমরান আহমদের এরকম কার্যক্রমের অনুসন্ধান মিলে ২০১৪ সালে মাওলানা এমরান আহমদ গুপ্তধনের সন্ধানে নামে একটি বই প্রকাশ থেকে।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন মাওলানা এমরান আহমদ সাড়ে তিন কোটি টাকা কোথায় পেলেন তা তদন্ত করে দেখা হোক। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকম কে বলেন,মাওলানা এমরান আহমদের মতো একজন সচেতন ব্যক্তি জিনের বাদশাকে সাড়ে তিন কোটি টাকা দিয়েছেন বিষয়টি বিশ্বাস করতে সচেতন মহলের কষ্ট হচ্ছে তাই এ টাকার উৎসসহ সব কিছু তদন্ত করা দরকার।
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র কমেন্টে উল্লেখ করেছেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে কল্পকাহিনীর অবসান হওয়া উচিত। তিনি মনে করেন, সমাজের কুসংস্কার আছন্নদের মুখোশ উন্মোচন করতে এঘটনার মূল উদঘাটন দরকার।
আরেকজন লিখেছেন দুদকের বিষয়টি তদন্ত করা দরকার। কেউবা লোভে পাপ পাপে মৃত্যু বলে উল্লেখ করেছেন। অসংখ্য মন্তব্যকারীরা বিষয়টি গুরুত্বদিয়ে তদন্ত করা ও মাওলানা ইমরান আহমদকে জিজ্ঞাসাবাদের দাবি জানান।

প্রসঙ্গত গত ২৩ এপ্রিল জগন্নাথপুর থানায় দায়েরকরা মাওলানা ইমরান আহমদের এজাহার থেকে জানা যায়,সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের হাফিজ এনামুল হাসানের মাধ্যমে সৈয়দপুর আগুনকোনা গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ীতে বসবাসকারী নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার দাউদপুর গ্রামের হাফিজ কামরুল ইসলাম ও তার পরিবারের সাথে পরিচয় হয়।
এক পর্যায়ে পরিচয় সূত্রে কামরুল ইসলাম তার বাবা আব্দুল কাদির মা রানু বেগম তার বাড়িতে আসা যাওয়া করতেন।এক পর্যায়ে কামরুল ইসলামের বাবা ও মা তাকে বিশ্বস্হতার সহিত জানান, কামরুল ইসলাম কে ১ বছর জ্বিনে নিয়ে যায় ৭ বছর পর তাকে আবার তাদের কাছে ফিরিয়ে দেয়। জ্বিনরা হাফিজ কামরুল ইসলাম ও তাদের বাবা মাকে খুব ভালবাসে।জ্বীনরা কামরুল ইসলামের যে কোন ইচ্ছা পূরন করিয়া দেয়। এসব কথাবার্তার পর আমাকে তাদের ভাড়া বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান।আমি সেখানে গেলে কামরুল ইসলাম ও তার পরিবারের লোকজন জানান জ্বীনরা তাদেরকে ১৫০০ কোটি টাকা দিবে।সিন্নি হিসেবে এজন্য সাড়ে তিন কোটি টাকা বিভিন্ন কিস্তিতে খরচ করতে হবে।তারা আমাকে ড্রাম ভর্তি টাকা দেখায়। এতে বিশ্বাস করে
সিন্নির টাকা খরচের প্রস্তাব দিলে আমি রাজি হই। এবং বিভিন্ন কিস্তিতে সাড়ে তিন কোটি টাকা দেই। পরে দেখি প্রতারণার মাধ্যমে আমার টাকা আত্মসাৎ করা হয়।
এঘটনায় মামলা দায়ের করলে পুলিশ মামলার আসামি হাফিজ কামরুল ইসলাম তার বাবা আব্দুল কাদির মা রানু বেগম কে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে হাফিজ এনামুল হাসানকে পুলিশ গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমাম বলেন এনামুল হাসান এজাহারনামীয় মূল আসামি না হলেও মামলার বাদী ও গ্রেফতারকৃত আসামিদের কথাবার্তা থেকে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে তাকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আরো কোন তথ্য পাওয়া যায় কি না বুঝা যাবে। তিনি বলেন মামলার তদন্ত চলছে বাদীসহ  ঘটনার সাথে জড়িতরা সবাই তদন্তের মধ্যে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com