1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরে ইনোভেশন কার্যক্রমের পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ আমাদের বিদ্যায়ল আমাদের অহংকার, নিজেরাই করি সুন্দর ও পরিস্কার’ শীর্ষক ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলা সম্মেলন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো: তাহমিদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্য বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষা অর্জনের প্রথম স্তম্ভ। আমরা যারা সরকারি বেসরকারি, কিংবা বিভিন্ন পর্যায়ে আজকে এসে কাজ করছে তা প্রাথমিক শিক্ষকদের প্রধান অবদান। তাঁরাই আমাদের প্রথমে শিক্ষা দানে উপযোগি করে গড়ে তুলেন। পাঠদানের পাশাপাশি বিদ্যালয় পরিস্কার পরিচ্ছিন্ন থাকলে শিক্ষক শিক্ষার্থীদের মন ভালো থাকতে সহায়তা করবে। তাই পাঠদানের সঙ্গে বিদ্যালয় পরিচ্ছিন্ন রাখার জন্য তিনি আহবান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার অরূপ রায়,জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ,ইত্তেফাক’র জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাই,আইসিটির সহকারি প্রোগ্রার আশিষ চক্রবর্তী, শিক্ষক আবু জাহের, রূপক কান্তি দেব, রজত কান্তি দাস, আলমগীর হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com