1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটার জেল হাজতে/ ১১ জনকে আসামি করে মামলা দায়ের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ শুক্রবার থেকে শুরু টানা ৯ দিনের ঈদের ছুটি তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র শবেকদর আজ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২০ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১১তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদিসের আলোকে শবে কদর চেনার উপায়

জগন্নাথপুরে নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটার জেল হাজতে/ ১১ জনকে আসামি করে মামলা দায়ের

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে জালিয়াতির মাধ্যমে ১০৬ প্রবাসীকে মাধ্যমে ভোটার করার দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান (৫০) এবং ওই অফিসের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে এনআইডি উইংয়ের পরিচালক মুহাম্মদ হাসনানুজ্জামান, উপপরিচালক তকদির আহমেদ, ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও সহকারী পরিচালক আশাদুল হক উপস্থিত ছিলেন।

এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, জালিয়াতির এ কাজে ভোটারপ্রতি লাখ টাকার উপরে লেনদেনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তাসহ ১১ জনের বিরদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকালই দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হয়। বাকি ৯ জন অজ্ঞাত আসামি। তারা প্রবাসী ১০৬ জনকে ভোটার করতে স্থানীয় অনেকের বায়োমেট্রিক ও আঙ্গুলের ছাপ নিয়েছে।

এ ধরনের অনিয়ম সনাক্ত করা হয়েছে। এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হলেও বিদেশে থাকা লোকের পরিবর্তে অন্যের আঙ্গুলের ছাপ ও বায়োমেট্রিক নেওয়ায় তারা শেষ পর্যন্ত ভোটার হতে পারত না বলেও জানান তিনি।

এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না। জগন্নাথপুরে জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ঢাকা থেকে এনআইডি উইং এর একটি তদন্ত দল জগন্নাথপুরে গিয়ে সার্বিক বিষয়ে প্রমাণ পেয়েছে। ঘটনার জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মামলা করা হয়।

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সারাদেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।
সুত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com