বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সোচ্ছার হয়ে উঠেছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজ সুরক্ষায় জগন্নাথপুরের বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে এলাকার যুবসমাজ।
গত কয়েকদিন ধরে জগন্নাথপুর পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ড কে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন শুরু করেছে ইকড়ছই এলাকার ঐক্যবদ্ধ তরুণ-যুবসমাজ। তাঁরা প্রতিদিনই মাদকসেবনকারী ও বিক্রেতার খোঁজে চষে বেড়াচ্ছে পাড়া মহল্লা ও অলিগলি। এরইমধ্যে কয়েকজন মাদকসেবী ও বিক্রেতাকে ধরে প্রাথমিক পর্য়ায়ে সর্তক করে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রূতিতে তাদের অভিভাবকদের হেফাজতে দেয়া হয়েছে।
মব ভায়োলেন্স এড়াতে খুবই সর্তকতার সঙ্গে তরুণ যুবকরা কাজ করছে। মাদক প্রতিরোধের মুখে গা ডাকা দিয়েছে এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও বিক্রেতারা। এদিকে সাম্প্রতিককালে জগন্নাথপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ড কে মাদকমুক্ত করতে জগন্নাথপুর এলাকাবাসী সামাজিক আন্দোলন গড়ে তুলেন। তারা কয়েকজন মাদক সেবী ও বিক্রেতাকে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার কয়েকজন যুবক জানান, সাম্প্রতিককালে আমাদের এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। মাদকের মরণনেশায় জড়িয়ে পড়েছে এলাকার কিশোর, উঠতি বয়সের তরুণ ও যুবকরা। এ মরণব্যাধিতে আক্রান্ত অনেকে সামাজিক বিভিন্ন অপরাধের সঙ্গে সক্রিয় হয়ে উঠছে। দিন দিন মাদকাসক্তদের উৎখাত বাড়ছে। এ থেকে সমাজকে সুরক্ষায় সম্প্রতি ৭ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
মাদক বিরোধী কাজে অংশ নেওয়া মোহাম্মদ রুমন বলেন, সম্প্রতিকালে আমাদের এলাকায় গাঁজা, ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদকের নেশায় কিশোরসহ উঠতে বয়সের তরুণ ও যুবকরা জড়িয়ে পড়েছে। সেই সঙ্গে অনেকে মাদকের ব্যবসায়ও জড়িত। দিন দিন এর তীব্রতা বেড়েছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বাড়ছে সামাজিক অপরাধ।আমাদের ওয়ার্ডবাসীর সর্বসম্মতিতে আমরা মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন শুরু করেছি।
মাদক বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য লিমান ভূঁইয়া বলেন, আমাদের সামাজিক আন্দোলনে কেউ যাতে ‘মব ভায়েলেন্সের শিকার না হয় সে জন্য আমরা সবাই খুবই সর্তকতার সঙ্গে কাজ করছি। প্রাথমিকভাবে মাদকসেবী ও বিক্রেতাদের খোঁজে বের করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিচ্ছি। এজন্যে তাদের অভিভাবকরা এগিয়ে আসছেন। অস্বচ্ছল পবিবারের যারা মাদকের সর্বনাশায় জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরা আসতে চায় তাদেরকে পূনর্বাসনের সহযোগিতা করব আমরা।
ইকড়ছই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে এলাকার যুবক ও তরুণ সমাজ ঐক্যবদ্ধ। দেশে ও বিদেশে অবস্থানরত আমাদের এলাকায় ভাই ভাতিজারা মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচার প্রচারণা করছেন।তাদের এধরণের কার্যক্রমে ওয়ার্ডবাসী খুশি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন. মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতার মাধ্যমে সামাজিকভাবে এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইকড়ছইসহ বিভিন্নএলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছেন এলাকাবাসী। একটি সত্যিই প্রশংসনীয়।