আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যাঁরা নৌকার ভোটের পাশাপাশি ব্যক্তিগতভাবে ভোট টানতে পারবেন তাঁদের গুরুত্ব দেওয়া হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, সভায় শেখ হাসিনা জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠন গোছানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।
প্রায় চার ঘণ্টা চলা এ সভায় দলের আট বিভাগের নানা সমস্যার কথা উঠে আসে। সেগুলো মনোযোগ দিয়ে শুনে সমাধানে নানা পরামর্শ দেন দলীয় প্রধান।
দলীয় একাধিক সূত্র জানায়, সভায় শেখ হাসিনা বলেন, ‘একটি অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
আমি কারো কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় থাকব না।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী অক্টোবর থেকেই নির্বাচনের তোড়জোড় শুরু হবে। এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি সংসদ সদস্যদের ঢাকায় না থেকে এলাকায় যাওয়ার নির্দেশ দেন।
সরকারের উন্নয়ন আর বিএনপির নেতিবাচক কাজের চিত্র মানুষের কাছে তুলে ধরতে বলেন তিনি।
দলীয় একাধিক সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি জানান, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগে আরেকটি শেষ জরিপ চালানো হচ্ছে। এ জরিপের ফলাফল মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নৌকার নির্ধারিত ভোটের পাশাপাশি এলাকায় যাঁদের ব্যক্তিগতভাবে ভোট টানার মতো অবস্থান আছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হবে।
দলীয় একাধিক সূত্র জানায়, বৈঠকে দলের তৃণমূলে কমিটি গঠনে নানা দ্বন্দ্বের বিষয় উঠে আসে।
পুরনো নেতাকর্মীদের কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান সুনামগঞ্জের একাধিক কমিটিতে পুরনো, ত্যাগী নেতাদের রাখা হয়নি বলে অভিযোগ করেন।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘দুঃসময়ের নেতাকর্মীদের কমিটিতে রাখতে হবে। তাদের টাকা নেই, চেহারা ভালো নয়, সে জন্য কমিটিতে রাখবা না; এটা তো হতে পারে না।’ তিনি আরো বলেন, নতুনদেরও কমিটিতে নিতে হবে, কিন্তু তা ত্যাগীদের বাদ দিয়ে নয়।
সভায় আট বিভাগের সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন। সেখানেও বিভিন্ন এলাকায় দলীয় কোন্দলের বিষয় উঠে আসে। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের প্রতিবেদনে শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের সভাপতির ছেলের বিরুদ্ধে মন্দির ভাঙার অভিযোগের কথা তুলে ধরেন।
এ পর্যায়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, যাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, সম্পত্তি দখলের অভিযোগ আসবে তাদের নির্বাচনে মনোনয়ন বা দলীয় কোনো পদ দেওয়া হবে না।
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। মেরিনা জাহান বলেন, তাঁর এলাকায় কয়েকটি ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কিছু জানেন না।
অভিযোগের বিষয়ে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের কাছে জানতে চান শেখ হাসিনা। এস এম কামাল হোসেন বলেন, ‘নেত্রী, এটা তাদের ভাই-বোনের বিষয়। আমি আর কী বলব!’
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, একাধিক নেতার বক্তব্যে তৃণমূলের এমপিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। একজন নেতা জানান, মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় গিয়ে এমপিদের বিরুদ্ধে বলছেন। এটা বন্ধ না হলে দলের জন্য বিপদ বাড়বে।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘যাঁরা মনোনয়ন চান তাঁরা এলাকায় গিয়ে সরকারের উন্নয়নের কথা বলুন। বিএনপির অপকর্মের বিরুদ্ধে বলুন। এমপিদের বিরুদ্ধে বিষোদগার বন্ধ করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন এমন একজন কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে জানান, সভায় এক পর্যায়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তর্কে জড়ান। দুই নেতার বাড়ি মাদারীপুর জেলায়।
শাজাহান খান বলেন, দলের একজন কেন্দ্রীয় নেতা মাদারীপুরে কোন্দল সৃষ্টি করছেন। তিনি স্থানীয় সরকারের নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে জয়ী করেছেন। জবাবে বাহাউদ্দিন নাছিম সত্য নয় বল জানান। তিনি বলেন, ‘নেত্রী, আপনি মাদারীপুরের যে কারো কাছে খোঁজ নেন। বিদ্রোহী প্রার্থীকে জিতিয়েছেন শাজাহান খান। তিনি জাসদ থেকে এসেছেন। তাঁর কারণে দলের পুরনো নেতাকর্মীরা কষ্টে আছেন।’
আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমের উদ্দেশে বলেন, ‘শাজাহান খান জাসদ করলেও আমার সঙ্গে যোগাযোগ রাখত। আর তাকে দলে আনার জন্য তো তুমিই বেশি আগ্রহী ছিলে। এখন এসব বাদ দাও। ঐক্যবদ্ধভাবে কাজ করো।’