1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজার সড়ক ডুবে যাওয়ায় ৩ ইউনিয়নবাসীর যোগাযোগ বিঞ্চিত

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজার সড়ক পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তিনটি ইউনিয়নের। দোয়ারাবাজার-বোগলাবাজার সড়কের শরীফপুর গ্রামের সড়কের উপর দিয়ে যাচ্ছে ঢলের পানি। সড়কে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের ব্রীজের অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরেক অংশে। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে লক্ষ্মীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়নের।
গত কয়দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার পাহাড়ি নদী খাসিয়ামারা, চিলাই, চেলানদী, মরাচেলা নদী ও সুরমাসহ সবকটি নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে পানি উঠায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। পানিতে সড়ক তলিয়ে যাওয়ার অংশে যাতায়াত করতে হয় নৌকায়।
সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের কাঁঠাল ও সবজি ব্যবসায়ী রাশিদ আলী বলেন, এলাকায় আমাদের টেংরাটিলার কাঁঠালের চাহিদা অনেক। কিন্তু গত ৫ দিন যাবত কাঁঠাল নিয়া দোয়ারাবাজার বাজারে আসতে পারছি না। শরীপপুর গ্রামের সড়কটি প্রতি বছর পানির নিচে তলিয়ে যায়। এই সড়কটি উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য শরীপপুর গ্রামের বাসিন্দা মো. শাজাহান মিয়া বলেন, গত তিন চারদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় সীমান্তের ওপার থেকে কয়েকটি পয়েন্ট দিয়ে ঢলের পানি নামছে বেশী। প্রতিবছর আমাদের গ্রামের ভেতর দিয়ে দোয়ারাবাজার সদর থেকে সুরমা-বোগলাবাজার ও লক্ষ্মীপুরে যোগাযোগের সড়ক পানি সামান্য বাড়লেই তলিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি বছর বলে আসছি এই অংশটুকু উঁচু করার জন্য, কিন্তু কিছু হচ্ছে না।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, এই সড়কের দুই জায়গায় গাড়ি বদল করে যেতে হচ্ছে এলাকাবাসীর। নাইকো ব্রীজের অ্যাপ্রোচ অতিরিক্ত পানির তোড়ে ভেঙে এই অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অংশ মেরামত করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শরীপপুরের যে অংশ প্রতি বছর অল্প পানি হলেই তলিয়ে যায়, সেই অংশ উচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু বলেন, বর্তমানে ভারতে কম বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের ব্র্রীজের অ্যাপ্রোচ ভেঙে গেছে। সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থার জন্য দ্রুত কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com