1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নিজের গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার, তিন গ্রামের সংঘর্ষে আহত ১০ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ শুক্রবার থেকে শুরু টানা ৯ দিনের ঈদের ছুটি তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র শবেকদর আজ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২০ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১১তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদিসের আলোকে শবে কদর চেনার উপায়

নিজের গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার, তিন গ্রামের সংঘর্ষে আহত ১০

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের হারানো গরু আনতে গিয়ে চোর সন্দেহে হামলার শিকার হওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাওর থেকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়ার ৩টি গরু হারিয়ে যায়। হারানো গরু খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামে হারানো গরুগুলো খুঁজে পান দুদু মিয়া। এসময় হারানো গরু আনতে গেলে চোর সন্দেহ রাজনগর গ্রামের খোরশেদ মিয়ার লোকজন দুদু মিয়ার উপর হামলা করেন। হামলা খবর পেয়ে দুদু মিয়ার পক্ষের ও গোতগাঁও গ্রামের কিছু লোক দুদু মিয়াকে উদ্ধারের জন্য গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামারগাঁও গ্রামের দুদু মিয়া (৬৫), গোতগাঁও গ্রামের ময়না মিয়া(৪৫), জুবেল মিয়া(৩৫), টিপু মিয়া(১৮), শামছু মিয়াকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় ইউপি মেম্বার) মজুমদার আলী বলেন, উভয় গ্রামের মুরুব্বিদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com