1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে ব্যাখ্যা / বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়: উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে বৃহস্পতিবার রাতে একটি ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একটি টেলিভিশনে গিয়ে তিনি বলেছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। তবে এতে অনেকগুলো ফ্যাক্টর আছে। এটি তার প্রাথমিক অনুমান বলেও জানান তিনি। তাঁর এই বক্তব্যের ভিত্তিতে কিছু জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, আগামী বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব হতে পারে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন আজ শনিবার।

নির্বাচনের সময় নিয়ে ইঙ্গিত দেওয়া ওই বক্তব্যের ব্যাখায় তিনি বলেছেন, ‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।’

তিনি বলেন, ‘সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি; যেমন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।’

সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com