জগন্নাথপুর২৪ ডেস্ক::
বড়লেখা পৌর শহরে একটি ব্যাংকের বড়লেখা শাখা থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন কাতারপ্রবাসী ছুয়াব আলীর স্ত্রী ছাবিয়া বেগম। ব্যাংক থেকে বেরিয়ে তিনি পড়েন এক প্রতারকচক্রের ফাঁদে। চক্রটি টাকায় বরকত বাড়ানোর ফুঁ দেওয়ার নামে ছাবিয়া বেগমের কাছ থেকে হাতিয়ে নেয় ৭৩ হাজার টাকা।
২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরবেলার পুরো এই ঘটনাটি ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরায়।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত তুফান আলীর ছেলে ইব্রাহীম (৫৩), তার ছেলে শরীফ মিয়া (৩০), একই উপজেলার মৃত মতি মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৩২), মৃত কলিম উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৮) এবং শ্রীমঙ্গল উপজেলার হাবিব মিয়ার ছেলে জুবায়ের (২৮)।
সূত্র জানিয়েছে, ওই চক্রটি সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনের কাছ থেকে বরকত বাড়ানোর ফুঁ দেওয়ার নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। মূলত তারা নারীদের টার্গেট করে বিভিন্ন ব্যাংকের সামনে ওত পেতে থাকে।
জানা গেছে, ছাবিয়া বেগম ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ব্যাংক থেকে বেরিয়ে বড়লেখা পৌর শহরের লক্ষ্মী মিষ্টি ঘরের সামনে পৌঁছলে ৫০ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ ছাবিয়ার মাথা ও মুখে হাত বুলিয়ে বলেন, ‘আমি নামাজ পড়তে আসি।’ এ সময় ছাবিয়া ওই ব্যক্তির পাশ কাটিয়ে একটু এগিয়ে গেলে এক যুবক তার পথ আগলে বলেন, ‘ওই বাবা কী বলেছেন? উনি অনেক বড় পীর।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা প্রবাসীর স্ত্রী ছাবিয়া বেগমের পাশে হলুদ টি-শার্ট পরা মূল প্রতারকের সহযোগী এক যুবক দাঁড়িয়ে আছেন। ডান পাশে পাঞ্জাবি পরা মূল প্রতারক টাকায় বরকত বাড়ানোর ফুঁ দিতে দিতে ওই নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় ছাবিয়া বেগম থানায় মামলা করেন। এরপর বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাটি তদন্ত শুরু করেন।
এদিকে গত ৩ অক্টোবর জেলার জুড়ীতে একইভাবে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান সোমবার বিকেলে বলেন, র্যাবের সহায়তায় রবিবার রাতে শ্রীমঙ্গল এলাকা থেকে বড়লেখা থানা পুলিশ চক্রের হোতা ইব্রাহিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। চক্রটি প্রবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। কিছু টাকাও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জুড়ী থেকে এক নারীর টাকা হাতিয়ে নেওয়ার কথাও তারা স্বীকার করেছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্র কালের কণ্ঠ