স্টাফ রিপোর্টার -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শ্রী অদ্বৈত গীতা সংঘের উদ্যাগে ৫ম রাধা গোবিন্দের অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন জগন্নাথপুর বাসুদেব বাসুদেব মন্দিরে শুরু হয়েছে। গতকাল শুভ অধিবাস,গীতা পারায়নসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়।আজ থেকে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের লীলা ও নাম সংকীর্তন চলবে। এতে যেসব কীর্তনীয়া নামমৃত পরিবেশন করবেন তারা হলেন, রাধা শ্যাম সুন্দর সম্প্রদায় বালাগঞ্জ, রাধা গোবিন্দ লীলা কীত্তন সম্প্রদায় সাতক্ষীরা, নিতাই গৌর সম্প্রদায় বড়লেখা ও শ্রীনাথ সম্প্রদায় খাইলাজুরি নেত্রকোনা।
শুক্রবার উৎসব শেষ হবে। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বী জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও কর্মচারীদের সমন্বয়ে শ্রী অদ্বৈত গীতা সংঘের উদ্যাগে গত ৫ বছর ধরে বাসুদেব মন্দিরে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের লীলা ও নাম সংকীর্তন চলে আসছে। উৎসবে সংগঠনের পক্ষ থেকে বাসুদেব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রনব কুমার বণিক ও অতিরিক্ত সচিব শিশির রায় স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply