জগন্নাথপুর২৪ ডেস্ক:: ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় বাস দুর্ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (০১ জুলাই) সকালে বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের পিপালি-ভোয়ান মোটরওয়ে এলাকায় একটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, একটি মিনিবাস যাত্রী নিয়ে ভোয়ান থেকে রামনগর যাচ্ছিল। বাসে কতজন যাত্রী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে খাদে বাস পড়ে যাওয়ায় যে কজন যাত্রী ছিলেন, তাদের মধ্যে খুব কম সংখ্যকেরই বাঁচার সম্ভাবনা নেই বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় উদ্ধারকারী দলের সদস্যরা।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গাড়ওয়াল কমিশনার দিলীপ জাওয়ালকর জানিয়েছেন, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
Leave a Reply