1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন

মানতে পারব না ভেবে ধর্মীয় জ্ঞানচর্চা ত্যাগ করা

  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

আসিফ আনোয়ার একজন ব্যাংকার। তিনি একজন ধার্মিক মুসলমান। যথাসাধ্য ধর্মীয় বিধি-বিধান মেনে চলার চেষ্টা করেন। ধর্মীয় জ্ঞানচর্চায় তিনি বিশেষ আগ্রহ বোধ করেন।

কিন্তু মাঝে মাঝে তাঁর মনে হয়, এই যে আমি এত কিছু জানছি, সব তো আমল করতে পারব না। আর জেনে আমল না করলে পরকালে অধিক পরিমাণ শাস্তি হবে কি? সুতরাং আমি কি জ্ঞানচর্চা ছেড়ে দেব? উত্তর হলো—না। আমল করতে পারব না ভেবে ধর্মীয় জ্ঞানচর্চা ছেড়ে দেওয়া শয়তানের প্রতারণা ছাড়া কিছুই নয়। 

জ্ঞানচর্চা কেন ত্যাগ করবেন না : আমল করার সুযোগ সংকীর্ণ হলেও ধর্মীয় জ্ঞানচর্চা থেকে কখনো বিমুখ হওয়া উচিত নয়।

এখানে তার কারণগুলো তুলে ধরা হলো : 

১. জ্ঞানার্জন করা ফরজ : প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি তাঁর ওপর আমল করতে না পারার আশঙ্কা থাকলেও তা অর্জন করা ফরজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।’

(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২২৪)

২. আছে জ্ঞানার্জনের পৃথক মর্যাদা : জ্ঞানান্বেষীর জন্য আল্লাহ পৃথক মর্যাদা রেখেছেন।

ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।’ 

(সুরা : মুজাদালাহ, আয়াত : ১১)

৩. জ্ঞানার্জনে পাপ মার্জনা : নিষ্ঠার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করলে তাঁর অতীতের গুনাহগুলো ক্ষমা করা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করে, এটা তার অতীত পাপের জন্য প্রতিবিধানস্বরূপ।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৬৪৮)

জ্ঞান আমলের পথ দেখায় : যারা মানতে না পারার ভয়ে জ্ঞানার্জন করে না, তাদের জন্য সুসংবাদ হলো, জ্ঞান মানুষকে আমলের পথ দেখায়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞানের খোঁজে পথ চলবে, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন।’

 

(সুনানে তিরমিজি, হাদিস : ২৬৪৬)

হাদিসবিশারদরা বলেন, ‘আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন’-এর অর্থ হলো আল্লাহ তার ভেতর আমলের আগ্রহ তৈরি করেন, তার জন্য আমল করা সহজ করে দেন এবং নির্ভুলভাবে আমল করার যোগ্যতা দান করেন। সুতরাং মানতে পারব না—এই অজুহাতে কিছুতেই ধর্মীয় জ্ঞানচর্চা ত্যাগ করা যাবে না।

(আল মাউসুয়াতুল হাদিসিয়্যাহ)

সৌজেন্য কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com