1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শান্তিগঞ্জে বজ্রপাতে পানিতে পড়ে নিখোঁজ ১, আহত ২ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ অপরাহ্ন

শান্তিগঞ্জে বজ্রপাতে পানিতে পড়ে নিখোঁজ ১, আহত ২

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে পানিতে পড়ে আব্দুল মোতালিব নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এসময় তার ভাই ও আরেকজন আহত হন। তারা সবাই পেশায় জেলে।

রোববার  (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল মোতালিব (২০) ও আহত দুলাল মিয়া (১৮) উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আহত অপরজন রফিক মিয়া তাদের প্রতিবেশী।

নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে তারা।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবীর হোসেন বলেন, ‘সকালে ওই তিন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হাওরে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com