1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদশের সব কমিটি স্থগিত জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন গুলশানে চাঁদাবাজি / বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম জুলাই সনদের খসড়া প্রস্তুত: আলী রীয়াজ মাছ আল্লাহর নিয়ামতের দরিয়ায় এক বিস্ময়কর দান জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী-বাংলাদেশের অগ্রযাত্রা এখন পৃথিবীজুড়ে উদাহরণ

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, আমরা কুশলী, সাহসী, মমতাময়ী, আপাদমস্তক বাঙালি নারী বা মা’ শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বিশ্বের বুকে একটি অগ্রসরমান রাষ্ট্র হিসাবে তুলে ধরেছি। বাংলাদেশের অগ্রযাত্রা এখন পৃথিবীজুড়ে উদাহরণ।
তিনি শিক্ষার্থীদের বলেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে সারা বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে হবে। সারা পৃথিবীর মানুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। কূপম-ুকতা, সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদতা থেকে বেরিয়ে আসতে হবে। জাত-পাত বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, হাজার বছর এই ভূখ-ের মানুষ শোষিত হয়েছে। এখানকার মাতৃভাষা ও সংস্কৃতিকে যারা ঘৃণা করেছে, অপমান করেছে, তারা সম্পদ লুট করেছে। আমরা লড়াই করে এই অবস্থা থেকে মুক্ত হয়েছি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সেটি জানতে হবে। বাঙালি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে এখন ছেলেদের জন্য যা করা হবে মেয়েদের ক্ষেত্রেও তাই হবে। প্রধানমন্ত্রী এক্ষেত্রে সমান সমান চান।
মন্ত্রী বক্তব্যের এক পর্যায়ে প্রয়াত কবি মমিনুল মউজদীনকে স্মরণ করে বলেন, মউজদীন বলতেন জল-জোৎ¯œার অপরূপ সৌন্দর্যের সুনামগঞ্জ। আমরা প্রাকৃতিক সৌন্দর্যের এই সুনামগঞ্জের সুনামকে ধরে রাখতে শিক্ষা-দীক্ষায় আরও অগ্রসর হতে চাই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করতে চাই।
তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রাবাস, একাডেমিক ভবন, মিলনায়তন এবং শিক্ষার্থীদের জন্য পরিবহনসহ প্রয়োজনীয় সকল উন্নয়ন কার্যক্রমই ধাপে ধাপে বাস্তবায়ন করার আশ্বাস দেন।
শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিলীমা চন্দের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহ্রিয়ার, শিক্ষাবিদ পরিমল কান্তি দে এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাজাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারী অধ্যাপক জাকির হোসেন।
আলোচনা সভা শেষে কলেজের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীসহ অতিথিদের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com