জগন্নাথপুর২৪ ডেস্ক::
আট লাখ টেকায় ইতালি পৌঁছাইয়া দিত কইয়া (বলে) আমার পুয়ারে (ছেলে) লিবিয়া নিছে (নেয়), হখানো (ওখানে) নিয়া ১৫ দিন বন্দি রাইক্কা (রেখে) মারপিট কইরা পুয়ারে দিয়া আরও চাইর লাখ টেকা দেওয়ার লাগি ফোন করাইছে। টেকা দেওয়ার পরে পুয়াটারে ছাড়ছে, অখন (এখন) আমার পুয়া হখানো (ওখানে) আরেকজনের কাছে আছে। বিছনা (বিছানা) থাকি ওঠতো পারের না।
দোয়ারাবাজারের নৈনগাঁও গ্রামের ইতালি যেতে ইচ্ছুক তোফায়েল আহমেদ এর মা আম্বিয়া বেগম সাংবাদিকদের কাছে এভাবেই কষ্টের কথা জানাচ্ছিলেন।
নৈনগাঁও গ্রামের আব্দুল হক ও আম্বিয়া বেগমের ছেলে তোফায়েল আহমদ ইতালি যাবার উদ্দেশ্যে দোয়ারাবাজারের মানবপাচারকারী সাহাব উদ্দিনের সঙ্গে মাস দেড়েক আগে টাকা লেনদেন করেন।
আম্বিয়া বেগম জানালেন, সাহাব উদ্দিন তার ছেলেকে আট লাখ টাকায় ইতালি পৌঁছে দেবার কথা ছিল। লিবিয়া যাবার পর তার ছেলেকে ১৫ দিন আটকে রেখে মারপিট করে আরও চার লাখ টাকা চায় সাহাব উদ্দিনের ভাই লিবিয়ায় অবস্থানরত রাজা মিয়া। পরে ছেলের কান্নাকাটিতে জমি-জমা বিক্রি করে আরও চার লাখ টাকা দিয়েছেন তারা। সাহাব উদ্দিনের ভাই রাজা মিয়া লিবিয়া আছে। সেই ওখানে এসব অপকর্ম করে, এখানে তার হয়ে সাহাব উদ্দিন টাকা নেয়।
সাহাব উদ্দিন ও রাজা মিয়ার খপ্পরে কেবল তোফায়েল নয় দোয়ারাবাজারের ইদনপুর গ্রামের মনির আলীর ছেলে মঞ্জু মিয়া একই গ্রামের চান মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন, ছাতকের নোয়ারাই গ্রামের সমুজ আলীর ছেলে মাহবুব হোসেনসহ সম্প্রতি কমপক্ষে ২৫ জন ঠকেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সৌজন্যে সুনামগঞ্জের খবর