1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

হাওরবাসীর চাল নিয়ে নদীতে ট্রলারডুবি

  • Update Time : সোমবার, ১ মে, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরবাসীর ত্রাণের চাল নিয়ে সুনামগঞ্জের শহরতলীর মল্লিকপুর এলাকার সুরমা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ওই ট্রলারে ৩৬০ বস্তা চাল ছিল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জে হাওর এলাকার ফসল হারা মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ট্রলার যোগে এসব ত্রাণ বহন করা হচ্ছিলো।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, পৌর শহরের মল্লিকপুর এলাকার খাদ্যগুদাম থেকে ১৮ টন (৩৬০ বস্তা) চালসহ একটি ট্রলার রাতে ঝড়ের কবলে পড়ে সুরমা নদীতে তলিয়ে যায়।

স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই জানান, আজ (সোমবার) এসব চাল মানুষের মধ্যে বিতরণের কথা ছিল।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম দুপুরে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। চালের বস্তা ডুবুরিরা তুলছেন। বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com