স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজের ওপর হামলার ঘটনা সালিশে নিস্পত্তি হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদরাসা মিলনায়তনে বিশিষ্ট রাজনীতিবীদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে এবং ৫নং হলদিপুর ছিলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফী মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, সহ সভাপতি মাওলানা মখছুছুল করীম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ আহমদ, জগন্নাথপুর মাধ্যমিক সমিতির সভাপতি মোঃ সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাজের আলী, অধ্যক্ষ আবু ইউসুফ মোঃ মানিক, অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, ছিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদরাসার সভাপতি মোঃ জিল্লুল রশীদ লীল, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন জামী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ গোলজার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হেসেন ভূইয়া, আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউট এর পরিচালক আকমল খান, ইকড়ছই সিনিয়র মাদরাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম রিপন, মেঃ আব্দুল গফুর, মোঃ আসলম উল্লাহ, মোঃ কদরিছ মিয়া, মোঃ আখলুছ মিয়া, মোঃ সৈল মিয়া, মোঃ মুজাহিদ আহমদ, মোঃ আব্দুল হাসিম, কবি আলতাব আলী, মোঃ শের উজৃজামাল, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোঃ কাজল মিয়া, মোঃ জুলহাস মিয়া, মোঃ সেলিম আহমদ প্রমূখ। সভায় উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে নিয়ে উভয়পক্ষের মামলা তুলে নিতে সন্মত হন।