1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

ইংল্যান্ড ২-১ এগিয়ে যাওয়া ম্যাচে ম্যাচ সেরা মঈন আলী

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০১৬

এনাম উদ্দিন:: এজবাস্টনে নিজেদের ২য় ইনিংসে ৫ম দিনে পাকিস্তান ৩৪৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২০১ রানে ৭০.৫ বলে অল আউট হয়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার সামি আসলাম। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ফিন,ব্রড,অ্যান্ডারসন, ওকস ও মঈন আলী। ইংল্যান্ডের ১৪১ রানে জয়ী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন মঈন আলী। ইংল্যান্ডে ২য় ইনিংস: (৪১৪/৫) ১২৯ ওভারে ৪৪৫/৬ ডিক্লে. (কুক ৬৬, হেলস ৫৪, রুট ৬২, ভিন্স ৪২, ব্যালান্স ২৮, বেয়ারস্টো ৮৩, মইন ৮৬, ওকস ৩*; আমির ২/৭৫, সোহেল ১/১১১, রাহাত ০/৫৪, ইয়াসির ২/১৭২, আজহার ০/২২)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৭০.৫ ওভারে ২০১ (হাফিজ ২, সামি ৭০, আজহার ৩৮, ইউনুস ৪, মিসবাহ ১০, শফিক ০, সরফরাজ ০, ইয়াসির ৭, আমির ১৬, সোহেল ৩৬, রাহাত ১৫*; অ্যান্ডারসন ২/৩১, ব্রড ২/২৪, ওকস ২/৫৩, ফিন ২/৩৮, মইন ২/৪৯, রুট ০/৪)
ফল: ইংল্যান্ড ১৪১ রানে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: মইন আলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com